ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬১৫ জন
  2019-08-19 19:03:29  cri
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার আরো ৩ জনের মৃত্যু হয়েছে। খুলনা, ফরিদপুর ও ময়মনসিংহে এ সব মৃত্যুর ঘটনা ঘটেছে।

খুলনা মেডিকেলে মারা গেছেন মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন মসজিদের এক ইমাম। ময়মনসিংহ মেডিকেলে মারা গেছে এক যুবক। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৬১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৫৭ জন আর আটটি বিভাগীয় শহরে আক্রান্ত হয়েছেন ৮৫৮ জন।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কারো বাসাবাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে প্রথমে সতর্ক এবং পরবর্তীতে জরিমানা করা হবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040