ইরান পরমাণুচুক্তি নিয়ে আলোচনা করতে ইচ্ছুক: জাওয়াদ জারিফ
  2019-08-20 15:05:42  cri

অগাস্ট ২০: তেহরান ইরান-পরমাণুচুক্তি সার্বিকভাবে মেনে চলবে এবং চুক্তি নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনায়ও ইচ্ছুক। ফিনল্যান্ডে সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ গতকাল (সোমবার) হেলসিনকিতে এ কথা বলেন।

এদিন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তোর সঙ্গে বৈঠকশেষে এক সাংবাদিক সম্মেলনে জারিফ বলেন, যখন ২০১৫ সালে ইরান চুক্তি স্বাক্ষর করে, তখনও স্পষ্টভাবে সহযোগিতা করার ইচ্ছা ব্যক্ত করেছিল। যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে গেলেও, ইরান চুক্তির বিধান মেনে চলছে।

জারিফ আরও বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত ওই চুক্তি ভাল একটি চুক্তি এবং মার্কিন সরকারের উচিত তা মেনে চলা। পুনরায় আলোচনা করে এর চেয়ে ভাল চুক্তিতে উপনীত হওয়া অসম্ভব। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040