আগামী দু'বছরে মার্কিন অর্থনীতি মন্দাবস্থার শিকার হবে: অর্থনীতিবিদদের অভিমত
  2019-08-20 15:07:05  cri

অগাস্ট ২০: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশান ফর বিজনেস ইকোনোমিক্স-এর গতকাল (সোমবার) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ অর্থনীতিবিদ মনে করেন যে, আগামী দু'বছরে মার্কিন অর্থনীতি মন্দাবস্থার কবলে পড়বে।

প্রতিবেদনটি রচিত হয়েছে ২২৬ জন অর্থনীতিবিদের মতামতের ভিত্তিতে। এই অর্থনীতিবিদদের ৯৮ শতাংশই মনে করেন, ২০১৯ সালের পর থেকে মার্কিন অর্থনীতির গতি মন্থর হতে শুরু করবে।

জরিপে অংশগ্রহণকারী ৫১ শতাংশ অর্থনীতিবিদ মনে করেন, মার্কিন চলমান আর্থিকনীতি অতিরিক্ত উত্তেজক। ৮৪ শতাংশ মনে করেন, ২০১৯ সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ২০১৮ সালের তুলনায় কম হবে। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040