স্থলভিত্তিক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র
  2019-08-20 18:33:02  cri

অগাস্ট ২০: ১৮ অগাস্ট ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি স্থলভিত্তিক মাঝারি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে আসার পর এ ধরনের পরীক্ষা এই প্রথম চালালো দেশটি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (সোমবার) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় ১৮ অগাস্ট দুপুর আড়াইটায় ক্যালিফোর্নিয়ার সান নিকোলাস দ্বীপে এ পরীক্ষা চালানো হয়। ৫০০ কিলোমিটার চলার পর ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

উল্লেখ্য, ২ অগাস্ট যুক্তরাষ্ট্র ও রাশিয়া আইএনএফ চুক্তি অকৃতকার্য ঘোষণা করে এবং একই দিনে স্থলভিত্তিক মাঝারি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্নয়নের ঘোষণা দেয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040