'হ্যালো, হারবিন' নামে 'এক অঞ্চল, এক পথ' দেশগুলোর সাংবাদিকদের সফর অনুষ্ঠান উদ্বোধন
  2019-08-21 10:23:35  cri
সম্প্রতি 'হ্যালো, হারবিন'- নামে 'এক অঞ্চল, এক পথ' দেশগুলোর সাংবাদিকদের সফর অনুষ্ঠান চীনের হেইলুংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনে উদ্বোধন হয়েছে।

হারবিন শহরের ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টের প্রধান লিয়াং ইয়ে, সিআরআই অনলাইনের চেয়ারম্যান চাং জুই লিন, নেটওয়ার্ক তথ্য কার্যালয়ের পরিচালক লি উয়েই মিন, হারবিন শহরের সংস্কৃতি, রেডিও, টিভি ও পর্যটন প্রধান ইয়ান হুং লেই, হারবিন সুংপেই এলাকার প্রচার প্রধান পাই জি কুও এবং 'এক অঞ্চল, এক পথ' সম্পর্কিত দেশের ৪০ জনেরও বেশি প্রধান সংবাদ সংস্থার প্রতিনিধি এতে অংশ নেন।

ক্যাপশন ১: হারবিন শহরের ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টের প্রধান লিয়াং ইয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন

ক্যাপশন ২: সিআরআই অনলাইনের চেয়ারম্যান চাং জুই লিন ভাষণ দিচ্ছেন

ক্যাপশন ৩: হারবিন শহরের সংস্কৃতি, রেডিও, টিভি ও পর্যটন প্রধান ইয়ান হুং লেই হারবিনের পর্যটন সম্পদের অবস্থা জানাচ্ছেন

ক্যাপশন ৪: হারবিন সুংপেই এলাকার প্রচার প্রধান পাই জি কুও ভাষণ দিচ্ছেন

ক্যাপশন ৫: সুদানের অ্যারোক্যাম মিডিয়া গ্রুপের নির্বাহী প্রধান মোহামেদ আলি সালিম ইয়াসির ভাষণ দিচ্ছেন

অনুষ্ঠান চলাকালে মিসর, রোমানিয়া, সোমালিয়া, ইন্দোনেশিয়া নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের ৪০ জনেরও বেশি প্রতিনিধি হারবিনের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন, হারবিনের নতুন ভাবমূর্তি, নতুন চেহারা তুলে ধরবেন এবং বিশ্বকে হারবিনের গল্প জানাবেন, হারবিনের কণ্ঠ জানিয়ে দেবেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040