সহজ চীনা ভাষা---'তেং চিয়া সিয়ান'
  2019-09-23 14:03:44  cri

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠ হচ্ছে চীনের একটি কবিতা, এর শিরোনাম 'তেং চিয়া সিয়ান' । চীনা ভাষা হলো:鄧稼先 ।

বন্ধুরা চলুন, শুরুতে এই পাঠের অডিও শুনে নেই।

বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি।

এই পাঠটি একটি জীবনী, চীনের বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ ও দেশপ্রেমিক তেং চিয়া সিয়ানের গল্প। তিনি চীনের পারমাণবিক অস্ত্র গবেষণা কাজের প্রতিষ্ঠাতা এবং চীনের পারমাণবিক অস্ত্র গবেষণায় বড় অবদান রেখেছেন।

তেং চিয়া সিয়ান ১৯২৪ সালে চীনের আনহুই প্রদেশের হুয়াই নিং জেলার একটি পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯ শতাব্দীর মাঝামাঝি সময়ে চীনে বিভিন্ন দেশ আক্রমণ করে। তেং চিয়া সিয়ান স্কুলে লেখাপড়ার সময় চীন যুদ্ধে জড়িয়ে পড়ে। নিজ দেশের দুঃসহ অবস্থা দেখে এবং দেশপ্রেম ও জাতি সংরক্ষণ ধারণার প্রভাবে তেং চিয়া চিয়ান বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জ্ঞান অর্জন করে দেশ রক্ষার সিদ্ধান্ত নেন। ১৯৪১ সালে তেং চিয়া সিয়ান তত্কালীন চীনের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়— জাতীয় দক্ষিণ-পশ্চিম সহযোগী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় ভর্তি হন। পরে তিনি যুক্তরাষ্ট্রের পারদু বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মার্কিন সরকার ও কোম্পানির আমন্ত্রণ পেলেও তেং চিয়া সিয়ান বিনা-দ্বিধায় চীনে ফিরে পারমাণবিক পদার্থবিদ্যার গবেষণা নিয়ে কাজ শুরু করেন। তার কঠোর চেষ্টা ও নেতৃত্বে চীন সফলভাবে পারমাণবিক বোমা ও হাইড্রোজেন বোমা তৈরি করে। যা চীনের জাতীয় প্রতিরক্ষা ইতিহাসের একটি বিরাট মাইলফলক!

উল্লেখ্য, এই জীবন-কাহিনীর লেখক হলেন, চীনের আরেকজন বিখ্যাত পদার্থবিদ ইয়াং চে নিং। তিনি ও তেং চিয়াং দীর্ঘদিনের বন্ধু। তার আবেগপূর্ণ লেখায় এই মহান বিজ্ঞানীর দেশপ্রেমের চেতনা সবাই অনুভব করতে পারে।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

科學家kē xué jiā বিজ্ঞানী 他是一名科學家

tā shì yī míng kē xué jiā তিনি একজন বিজ্ঞানী।

他想成為一名科學家 tā xiǎng chéng wéi yī míng kē xué jiā সে একজন বিজ্ঞানী হতে চায়।

學習 xué xí লেখাপড়া করা/পড়াশোনা করা

上學 shàng xué স্কুলে যাওয়া

大學 dà xué বিশ্ববিদ্যালয়中學zhōng xué মাধ্যমিক স্কুল小學 xiǎo xué প্রাথমিক স্কুল

朋友 péng yǒu বন্ধু 他是我的朋友 tā shì wǒ de péng yǒu সে আমার বন্ধু। 我想和你做朋友 wǒ xiǎng hé nǐ zuò péng yǒu আমি তোমার সঙ্গে বন্ধু হতে চাই।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040