চায়না টপ: চীনের তৈরি বিমান
  2019-09-26 11:31:06  cri

১৯৮০ সালের ২৬ সেপ্টেম্বর চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম জেট বিমান সাফল্যের সঙ্গে আকাশে ওড়ে। তবে নানান কারণে বিমানটিকে আরও উন্নত করার পরিকল্পনা স্থগিত রাখা হয়।

 

২০১৬ সালের জুন মাসে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'এআরজি-২১' যাত্রীবাহী বিমান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ফলে চীনের বেসামরিক বিমান চলাচল বাজারে বিদেশি বিমানের একচেটিয়া আধিপত্য ভেঙ্গে যায়।

২০১৭ সালের ৫ মে চীনের উন্নত ও সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি বড় পরিসরের বিমান 'সি ৯১৯'-এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সফল হয়, যা ছিল চীনের আধুনিক বিমান গবেষণায় দক্ষতা অর্জনের প্রতীক।

অনুমান করা হচ্ছে, আগামী ২০ বছরে চীনে তৈরি নতুন বিমানের সংখ্যা ৯০০০ ছাড়িয়ে যাবে, যা তখন বিশ্বে উত্পাদিত মোট বিমানের ২২ শতাংশে হবে। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040