সুরের ধারার----সোনালি শরৎকাল
  2019-09-27 13:58:08  cri


প্রচণ্ড গরম গ্রীষ্মকাল বিদায় নিয়ে চীনে এখন শরৎকাল শুরু হয়েছে। বিভিন্ন দেশে শরৎকাল বছরের সবচেয়ে সুন্দর একটি সময়। এই সুন্দর সময়ে সুন্দর গান শুনলে মন আরো সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে শরৎকাল সম্পর্কে কয়েকটি সুন্দর গান উপভোগ করবো।

প্রতি বছরের সেপ্টেম্বরে চীনে শরৎকাল শুরু হয়। চীনের বিখ্যাত আধুনিক কবি হাই চি তার কবিতা 'সেপ্টেম্বরে' শরত্কালে তৃণভূমির দৃশ্য বর্ণনা করেছেন। কবিতায় বলা হয়: তৃণভূমিতে বুনো ফুল ফুটেছে। দূরের বাতাস আরো দূরে বয়ে যায়, আমার মোরিন খুরের শব্দ বাতাসে ভেসে যায়। রাতের উজ্জ্বল চাঁদ তৃণভূমির হাজার বছরের ইতিহাস তুলে ধরে। আমি ঘোড়ায় চড়ে যাই, আমার মোরিন খুরের শব্দ বাতাসে ভাসতে থাকে।

বন্ধুরা, এখন হাই চি'র এই কবিতা অনুসারে রচিত একটি সুন্দর গান 'সেপ্টেম্বর' শুনুন। গান ১

চীন বড় দেশ। চীনের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের শরৎকালে কিছু পার্থক্য দেখা যায়। শরৎকালে উত্তরাঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি থাকে; তবে, আকাশ থাকে অনেক পরিষ্কার। আর শরৎকালে দক্ষিণাঞ্চলের আবহাওয়া তুলনামূলকভাবে উষ্ণ হয়ে ওঠে, বৃষ্টিও বেড়ে যায়, কখনও কখনও বৃষ্টি পড়তে পড়তে কেটে যায় গোটা শরৎকাল! তবে দক্ষিণে অনেক সুন্দর ফুল ফোটে, উপকণ্ঠ বা গ্রামে গেলে সুন্দর দৃশ্যও দেখা যায়। কোন ধরনের শরৎকাল আপনি পছন্দ করবেন?  বন্ধুরা, এখন শুনুন চীনা গান 'দক্ষিণাঞ্চলের শরৎকাল'। গান ২

শরৎকালে চীনে একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব উদযাপন করা হয়। তাহলো— মধ্য শরৎ উৎসব। এ উৎসব পুনর্মিলন সম্পর্কিত একটি উৎসব। যারা বাইরে পড়াশোনা করে বা কাজ করে, তারা এসময় জন্মস্থানে ফিরে পরিবারের সঙ্গে মিলিত হয়। আর যারা বাড়িতে ফিরতে পারে না, চাঁদ হয় তাদের আত্মিক মিলনের কেন্দ্র। কারণ, প্রাচীনকালে মনে করা হত, ভিন্ন স্থানে থাকলেও একই চাঁদ দেখা যায়, চাঁদের মাধ্যমে অভাব বোধের অনুভূতি প্রিয়জনকে পাঠানো যায়।

খুবই রোমান্টিক কল্পনা, তাই না? বন্ধুরা, এখন শুনুন মধ্য শরৎ উৎসব সম্পর্কিত একটি সুন্দর গান 'শুয়েই তিয়াও ক্য থৌ'। গান ৩

মধ্য শরৎ উৎসবের কারণে চীনে শরৎকাল একটি 'মিস করার ঋতু'। উজ্জ্বল পূর্ণিমা দেখে জন্মস্থান বা প্রিয়জনকে সবাই মিস করে। তা ছাড়া, পদ্ম ফুল, ঝরা পাতা, দক্ষিণে উড়ে যাওয়া পাখি.......এমন দৃশ্য এক ধরনের দুঃখের অনুভূতি সৃষ্টি করে। এসব নিয়ে অসংখ্য কবিতা বা গান রচিত হয়। 'সি চৌ ছু' চীনের বিখ্যাত একটি প্রাচীন কবিতা। এতে শরৎকালে একটি মেয়ে প্রিয়জনকে মিস করার কথা বলেছে।

বন্ধুরা, এখন এই কবিতা অনুসারে রচিত চীনা বৈশিষ্ট্যময় একটি গান 'স্বপ্নে সি চৌ যায়' শুনুন। গান ৪

চীনারা শরৎকালকে 'চিন ছিউ' বলে, এর অর্থ সোনালি শরৎকাল। এ সময় গাছের পাতা হলুদ হয়, ধান ও গম পেকে সোনালি রং ধারণ করে। চীনাদের খুব প্রিয় সোনালি ওসমানথুস ও চন্দ্রমল্লিকা ফুল ফোটে এসময়। তাই, চীনের শরত্কাল যেন 'সোনালি পৃথিবী'। সুন্দর দৃশ্যের পাশাপাশি শরৎকালে আবহাওয়াও অনেক ভালো থাকে। তাই চীনারা 'সোনার মত সময়' দিয়ে শরৎকাল বর্ণনা করে। চীনারা আশা করে, শরৎকালের সুন্দর সময় আরো দীর্ঘ হবে।

বন্ধুরা, এখন শুনুন চীনা গান 'আমি শরৎকালে মেতে উঠেছি'। গান ৫

বন্ধুরা, এবারে আমরা শুনবো শরৎকাল সম্পর্কে চীনের খুব জনপ্রিয় একটি গান, নাম 'ছিউ ই নোং', গেয়েছেন চীনের বিখ্যাত গায়ক চাং শুয়েই ইয়ো। গানে শরৎকালে দুঃখের অনুভূতি বলা হয়। ১৯৮৯ সালে গানটি প্রকাশিত হওয়ার পর এখন পর্যন্ত অসংখ্য গায়ক গানটি গেয়েছেন।

বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শরৎকাল সম্পর্কে আরো একটি সুন্দর গান শুনব। গানের নাম 'গল্প', গেয়েছে চীনের জনপ্রিয় ব্যান্ড সোডা গ্রিন। গানের রোমান্টিক কথা ও চীনা বৈশিষ্ট্যময় সুর আশা করি আপনারা পছন্দ করবেন। গান ৭

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040