সহজ চীনা ভাষা------চীনের জাতীয় দিবস
  2019-09-30 14:30:55  cri

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের জাতীয় দিবসের কিছু পরিচয় করিয়ে দেবো, এবং জাতীয় দিবস সম্পর্কিত কিছু চীনা ভাষা শিখাবো।

চীনের জাতীয় দিবসে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার স্মরণ ও উদযাপন করা হয়। ১৯৪৯ সালে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীন কয়েক বছর যুদ্ধের পর পয়লা অক্টোবর আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। রাজধানী বেইজিংয়ের থিয়ান আন মেন স্কয়ারে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। চীনের মহান নেতা মাও সে তোং গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার খবর সারা চীনে প্রচার করেন। তখন থেকে চীন ১০০ বছরেরও বেশি সময়ের আগ্রাসনের অপমানজনক ইতিহাস শেষ করে, একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাড়ায় এবং জনগণ তার নিজের দেশ ফিরে পায়। এটি চীনের খুব গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক একটি বিষয়। ঐতিহাসিক এ দিনটি স্মরণের জন্য ১৯৪৯ সালের ২ সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার কমিটির চতুর্থ বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রতি বছরের পয়লা অক্টোবর চীনের 'জাতীয় দিবস' হিসেবে নির্ধারণ করা হয়। পয়লা অক্টোবরকে চীনা ভাষায় 'শি ই' বলা হয়। তাই চীনারা জাতীয় দিবসকে সংক্ষিপ্তভাবে 'শি ই' বলে থাকে।

জাতীয় দিবসের প্রথম বিশেষ আয়োজন হলো, রাজধানী বেইজিংয়ের থিয়ান আন মেন স্কয়ারে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা এবং জাতীয় সংগীত বাজানো। ১৯৪৯ সালে পঞ্চতারকা খচিত লাল পতাকা থিয়ান আন মেন স্কয়ারে প্রথম উত্তোলন করা হয়। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর ৭০ বছর ধরে জাতীয় পতাকা উত্তোলন করা এবং জাতীয় সংগীত বাজানোর রীতি বজায় রয়েছে। প্রতি বছর বিভিন্ন প্রদেশের মানুষ বেইজিংয়ের থিয়ান আন মেন স্কয়ারে এসে জাতীয় পতাকার উত্তোলন অনুষ্ঠান উপভোগ করে।

চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী, তাই পয়লা অক্টোবরের কুচকাওয়াজ থিয়ান আন মেন স্কয়ারে অনুষ্ঠিত হবে। এসময় চীনের শীর্ষনেতারা কুচকাওয়াজে উপস্থিত থাকবেন। কুচকাওয়াজে আধুনিক অস্ত্র প্রদর্শন করা হবে, বিভিন্ন বাহিনীর সেনারা অংশ নেবে ও বিমানবাহিনীর মহড়াও থাকবে। কুচকাওয়াজের পর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আর সেদিন রাতে উত্সব গালা ও আতশবাজি প্রদর্শন করা হবে। এসব অনুষ্ঠান চীনের গণমাধ্যমসহ সারা বিশ্বে প্রচারিত হবে।

কুচকাওয়াজের পাশাপাশি জাতীয় দিবসে অন্য একটি উল্লেখযোগ্য আয়োজন হলো রাজধানী বেইজিংয়ের থিয়ান আন মেন স্কয়ারের বিপুল ফুল ভাস্কর্য। ১০ মিটার উঁচু ভাস্কর্যে চীনা গোলাপ, সূর্যমুখী, পিওনি ইত্যাদি ফুল দিয়ে দেশের প্রতি শুভকামনা জানানো হয়। প্রতি বছর এই ফুল ভাস্কর্য জাতীয় দিবসের একটি আকর্ষণীয় দৃশ্য। থিয়ান আন মেন স্কয়ারের এই ফুল ভাস্কর্যের পাশাপাশি ছাংআন রাস্তায় বিভিন্ন থিম-সম্বলিত ফুল প্রদর্শন করা হবে।

জাতীয় দিবসের সময়, বেইজিংয়ের বিভিন্ন জাদুঘর ও পার্কে বিনামূল্যে প্রবেশ করা যায়। বেইজিংসহ বিভিন্ন শহরে নানা রকমের উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বন্ধুরা, চীনের জাতীয় দিবসের এতসব তথ্য জানার পর, এখন চীনের জাতীয় দিবস সম্পর্কে কিছু ব্যবহারিক শব্দ ও বাক্য শিখাবো।

國慶節 guó qìng jié জাতীয় দিবস/ দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিবস

國家 guó jiā দেশ 慶祝 qìng zhù উদযাপন

節日 jié rìদিবস 成立 chéng lì প্রতিষ্ঠা

節日快樂jié rì kuaì lè শুভ দিবস

國旗 জাতীয় পতাকা 升國旗shēng guó qí জাতীয় পতাকা উত্তোলন করা

國歌 জাতীয় সংগীত 演奏國歌yǎn zoù guó gē জাতীয় সংগীত বাজানো

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040