৮ জন  গণপ্রজাতন্ত্র পদকপ্রাপ্ত ব্যক্তির পরিচয়
  2019-10-02 14:39:36  cri

 

চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে সিপিসি কেন্দ্রীয় কমিটি চীনে প্রথমবারের মতো 'জাতীয় পদক' বিতরণের সিদ্ধান্ত নেয়। পদকের নাম 'গণপ্রজাতন্ত্র পদক'। দেশের নির্মাণ ও প্রতিরক্ষায় বড় অবদান রেখেছেন—এমন ৮ ব্যক্তিকে এবার পদক দেওয়া হয়। এ পদক চীনের সর্বোচ্চ সম্মান। আজকের অনুষ্ঠানে আমরা এ ৮ জন পদকপ্রাপ্ত ব্যক্তির পরিচয় তুলে ধরবো।

১. ইউয়ু মিন

 

১৯২৬ সালে থিয়ান চিন শহরে জন্মগ্রহণ করেন। ১৯৪৯ সালে বেইজিং বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক হন। তিনি দীর্ঘসময় ধরে পারমাণবিক অস্ত্রের তাত্ত্বিক গবেষণা ও নকশা নিয়ে কাজ করছেন। তিনি চীনের পারমাণবিক অস্ত্রের উন্নয়নে বড় অবদান রাখেন।

1  2  3  4  5  6  7  8  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040