'সুন্দরীর সংগীত'
  2019-10-08 10:54:31  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী সুন লি'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বর শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও অভিনেত্রী। ২০০১ সালে তিনি সিঙ্গাপুরের টিভিকেন্দ্রের একটি শো-তে অংশ নিয়ে দ্বিতীয় স্থান পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। ২০০৪ সালে তিনি প্রথমে টিভি সিরিজে অভিনয় করেন এবং ২২তম চীনের টেলিভিশন গোল্ডন ইগল অ্যাওয়ার্ডজের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। প্রথমে শোনাবো তার ও কন্ঠশিল্পী লি জিয়ান'র দ্বৈতকন্ঠে 'বাতাসে ফসলের ঢেউ' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সুন লি'র কন্ঠে 'বাতাসে ফসলের ঢেউ' শীর্ষক গান। ২০০৫ সালে তিনি প্রথমে টিভি সিরিজের থিম সংয়ে কন্ঠ দেন। ২০০৬ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় করে হান্ড্রেড ফ্লাওয়ারস অ্যাওয়ার্ডজের (Hundred Flowers Award) শ্রেষ্ঠ নতুন অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ২০০৭ সালে তিনি আরেকটি টিভি সিরিজে অভিনয় করে ১৩তম শাংহাই টিভি উত্সবের দি মাগনোলিয়া অ্যাওয়ার্ডজের (The Magnolia Award) শ্রেষ্ঠ অভিনেত্রী মনোনীত হন। ২০০৮ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'ভালবাসা বায়ুর মতো' শীর্ষক গান। গানটি হলো তাঁর প্রথম প্রকাশিত গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সুন লি'র কন্ঠে কয়েকটি গান। এখন শোনাবো চীনের মঙ্গোলীয় জাতির নারী কন্ঠশিল্পী সুলাইয়াছিছিগে'র কন্ঠে গান। তিনি কেন্দ্রীয় সংস্কৃতি পরিচালনা ক্যাডার একাডেমি থেকে স্নাতক হন। এখন তিনি ইনার মঙ্গোলিয়ার পূর্ব শিল্প গ্রুপের কন্ঠশিল্পী। ২০০৮ সালে তিনি চীনের জাতীয় ইন্টারনেট সংগীত উত্সব ও কন্ঠশিল্পী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন। ২০১৬ সালে তিনি নিজের প্রথম গান প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'এক সঙ্গে গান করি' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন মঙ্গোরীয় জাতির নারী কন্ঠশিল্পী সুলাইয়াছিছিগে'র কন্ঠে একটি গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী সু মান'র কন্ঠে গান শোনাবো। তিনি সিছুয়ান প্রদেশের ছেংদু শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, লেখক ও সুরকার। ২০০৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৬ সালে তিনি 'সু মান'র রাত' শীর্ষক দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০০৯ সালে তিনি সু মান সংগীত একাডেমি গড়ে তোলেন। ২০১১ সালের জুলাই মাসে তিনি নিজের প্রযোজিত অ্যালবাম প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে শোনাবো তাঁর কন্ঠে 'সুন্দরীর সংগীত' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সু মান'র কন্ঠে 'সুন্দরীর সংগীত' শীর্ষক গান। এখন আমি সু স্যিয়াও মিংয়ের কন্ঠে একটি গান শোনাবো। তিনি ১৯৫৭ সালের ১০ জুন বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে তিনি চীনা গণমুক্তি ফৌজে যোগ দেন। তিনি ১৯৮৫ সালে ফ্রান্সে গিয়ে সংগীত শিক্ষা শুরু করেন। তিনি হলেন গত শতাব্দীর ৮০তম দশকে চীনের একজন সবচেয়ে জনপ্রিয় কন্ঠশিল্পী। ২০০৫ সালে তিনি চলচ্চিত্র ও টিভি সিরিজে অভিনয় শুরু করেন। ২০১১ সালে তিনি নতুন অ্যালবাম প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে শোনাবো তাঁর কন্ঠে 'বসন্ত উত্সবের আগের রাত' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সু স্যিয়াও মিংয়ের কন্ঠে 'বসন্ত উত্সবের আগের রাত' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের হংকংয়ের নারী কন্ঠশিল্পী দেং লি স্যিন'র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৮৩ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও অভিনেত্রী। ২০০০ সালে তিনি কুকিস নামের একটি গ্রুপে যোগ দেন। ২০০৫ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৮ সালে তাঁর কন্ঠে একটি গান হংকংয়ের শ্রেষ্ঠ দশটি চীনা ভাষার গানের একটি হিসেবে পুরস্কার লাভ করে। ২০১৩ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। আজকের অনুষ্ঠানে শোনাবো তাঁর কন্ঠে 'তিনি আমাকে কাঁদতে দেন না' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040