'যুবরাজের নতুন পোশাক'
  2019-10-08 11:01:39  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী ওয়াং রংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৭৮ সালের ২৪ ডিসেম্বর শানসি প্রদেশে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন নাটকের অভিনেতা এবং মা লোকগানশিল্পী। পারিবারিক পরিবেশের কারণেই তিনি ছোটবেলা থেকে বেহালা, পিয়ানো ও নাচ শেখা শুরু করেন। ১৫ বছর বয়সে তিনি ইংরেজি পপ গান গাওয়া শেখা শুরু করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'কুক্কুট, কুক্কুট' শীর্ষক গান। গানটি ২০১৪ সালে রিলিজ হয়। ওয়াং রং গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী ওয়াং রংয়ের কন্ঠে 'কুক্কুট, কুক্কুট' শীর্ষক গান। তিনি বিশ্ববিদ্যালয়ের একটি সঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। তখন থেকে তিনি গিটার শেখা শুরু করেন এবং সঙ্গীত রচনা শুরু করেন। ২০০২ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৪ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন এবং এর মাধ্যমে সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর তিনি বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। এখন শোনাবো 'হংশাওরৌ' শীর্ষক গান। হংশাওরৌ হলো চীনের এক ধরণের বিখ্যাত ডিশ। আশা করি, আপনারা এ মজার গান পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন হুয়াং রংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী থং জুন'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি একজন ইন্টারনেট কন্ঠশিল্পী। ২০১৬ সালে তিনি চেচিয়াং প্রদেশের টিভি কেন্দ্রের একটি অনুষ্ঠানে চীনের তাইওয়ানের বিখ্যাত কন্ঠশিল্পী স্যিয়াও জিং থেংয়ের সঙ্গে দ্বৈতকণ্ঠে গান গেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১৭ সালে তিনি কুগৌ নেটওয়ার্কসের (KuGou Networks) সঙ্গে চুক্তি স্বাক্ষর করে একজন পেশাদার কন্ঠশিল্পীতে পরিণত হন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'যুবরাজের নতুন পোশাক' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন থং জুন'র কন্ঠে 'যুবরাজের নতুন পোশাক' শীর্ষক গান। এখন আমি আপনাদের নারী কন্ঠশিল্পী ওয়েই ওয়েই'র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৬৩ সালের ২৮ সেপ্টেম্বর চীনের ইনার মঙ্গোরিয়ার হোহট শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, প্রথম পর্যায়ের জাতীয় অভিনেত্রী। ১৯৮৬ সালে তিনি সিসিটিভি'র উদ্যোগে যুব কন্ঠশিল্পী প্রতিযোগিতায় পপ সংগীত বিভাগে দ্বিতীয় স্থান লাভ করেন। ১৯৮৭ সালে তিনি চীনের পক্ষে পোল্যান্ডে গিয়ে ২৪তম সোপোট (Sopot) আন্তর্জাতিক সংগীত উত্সবে অংশ নেন এবং বিশেষ পুরস্কার লাভ করেন। একই বছরের ডিসেম্বরে তিনি তাঁর অ্যালবাম দিয়ে চীনে স্বর্ণপদক লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'এশিয়ান গৌরব' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী ওয়েই ওয়েই'র কন্ঠে গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী ওয়েই লান'র কন্ঠে একটি গান শোনাবো। তিনি ১৯৮২ সালের ১৩ এপ্রিলে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে তাঁর জন্মদিনে নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একই বছরের ২৫ নভেম্বর দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি তাকে হংকংয়ে অন্যতম শ্রেষ্ঠ নবাগত নারী কন্ঠশিল্পীর পুরস্কার এনে দেয়। এখন শোনাবো তাঁর কন্ঠে 'তোমার চোখ' শীর্ষক গান। গানটি প্রথম গেয়েছেন তাইওয়ানের বিখ্যাত নারী কন্ঠশিল্পী ছাই ছিন। আশা করি, আপনারা ওয়েই লান'র কন্ঠেও গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়েই লান'র কন্ঠে 'তোমার চোখ' শীর্ষক গান। তিনি ৩১ মার্চ শেনসি প্রদেশের সিআন শহরে জন্মগ্রহণ করেন। তিনি সাংহাই থিয়েটার একাডেমির পারফরম্যান্স বিভাগ থেকে স্নাতক হন। ২০০৭ সালে তিনি মিস এশিয়া প্রতিযোগিতার অংশ হিসেবে 'মিস চীন' হন। ২০০৯ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন এবং টিভি সিরিজে অভিনয় করেন। তখন থেকে তিনি বেশ কয়েকটি টিভি সিরিজে অভিনয় করে সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'যদি তোমার সঙ্গে দেখা হয়' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040