২০১৯ সালে চিকিত্সা বিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য ৩ জনের নাম ঘোষণা
  2019-10-08 12:02:34  cri

অক্টোবর ৮: গতকাল (সোমবার) ২০১৯ সালে চিকিত্সা বিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য ৩ জনের নাম ঘোষণা করেছে সুইডিশ নোবেল কমিটি। বিজয়ী ৩ জন হলেন, মার্কিন চিকিৎসাবিদ উইলিয়াম জি কাইলিন ও গ্রেগ এল সেমেনজা এবং ব্রিটিশ চিকিৎসাবিদ পিটার জে র‌্যাডক্লিফ।

 

মানবদেহে কোষের অনুভূতি গ্রহণ এবং অক্সিজেন মাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপর গবেষণা করে তারা এ পুরস্কার পান।

জুরি কমিটি মনে করেন, অধিকাংশ অসুখ-বিসুখের সময় কোষে অক্সিজেনের অনুভূতির মাত্রা বিশেষ গুরুত্বপূর্ণ। চলতি বছর তিন জন বিজ্ঞানী এ প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন। ক্যানসার, রক্তস্বল্পতা-সহ বহু রোগের চিকিৎসায় এই গবেষণা কার্যকরী হবে বলে মনে করেন জুরি কমিটি। (সুবর্ণা/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040