লি খ্য ছিন
  2019-10-08 19:18:58  cri

লি খ্য ছিন ১৯৬৭ সালের ৬ ডিসেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের বিখ্যাত গায়ক, অভিনেতা এবং উপস্থাপক।

১৯৮৫ সালে লি খ্য ছিন হংকংয়ের বিখ্যাত গায়ক থান ইয়ুং লিনের গান 'কুয়াসার ভালোবাসা' গেয়ে সে-বছর অনুষ্ঠিত দ্বিতীয় হংকং কন্ঠশিল্পী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। তারপর তিনি পলিগ্রাম সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং আনুষ্ঠানিকভাবে সঙ্গীতজগতে প্রবেশ করেন।

১৯৮৬ সালে লি খ্য ছিনের প্রথম অ্যালবাম 'লি খ্য ছিন' বাজারে আসে। ১৯৮৭ সালে তার আরেকটি অ্যালবাম 'ভাগ্যের চিহ্ন' প্রকাশিত হয়।

১৯৮৮ সালে লি খ্য ছিন টিভি সিরিজে অভিনয় করেন। সে বছর তিনি হংকংয়ের টিভিবি'র টিভি সিরিজ 'আর তরুণ নয়'-এর প্রধান চরিত্রে অভিনয় করেন। টিভি সিরিজের সিম সং-ও তাঁর গাওয়া। এরপর তার আরেকটি অ্যালবাম 'গ্রীষ্মকালের কাহিনী' রিলিজ হয়।

১৯৮৯ সালে লি খ্য ছিন 'কোনোদিন বদলাবো না' শীর্ষক গান গেয়ে হংকংয়ের রেডিও'র শ্রেষ্ঠ দশটি চীনা ভাষার গানের পুরস্কার এবং টিভিবি টেলিভিশনের দশটি শ্রেষ্ঠ গানের সোনালি গানের পুরস্কার লাভ করেন।

১৯৯৩ সালে লি খ্য ছিন সঙ্গীত কোম্পানি সিংকুয়াং-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। সেই বছর তিনি 'পিছনের দিকে তাকাও' গানটি গেয়ে শ্রেষ্ঠ দশটি চীনা ভাষার গানের প্রথম পুরস্কার অর্জন করেন।

১৯৯৮ সালে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সময় লি খ্য ছিন হংকংয়ের টিভিবি টেলিভিশনে উপস্থাপকের দায়িত্ব পালন করেন।

২০০৩ সালে লি খ্য ছিন সেই বছরের সবচেয়ে জনপ্রিয় গায়কের পুরস্কার লাভ করেন। ২০০৪ সালে তিনি ২৭তম শ্রেষ্ঠ দশটি চীনা ভাষা গানের পুরস্কারের শ্রেষ্ঠ পপ সঙ্গীত গায়কের পুরস্কার লাভ করেন।

২০০৭ সালে লি খ্য ছিন 'ফুল কার ঘরে যাবে' শীর্ষক গানটি গেয়ে সেই বছর শ্রেষ্ঠ দশটি চীনা ভাষার গানের প্রথম পুরস্কার জিতে নেন।

২০১৫ সালের ৯ জানুয়ারি লি খ্য ছিন '৩৭তম শ্রেষ্ঠ দশটি চীনা ভাষা গানের পুরস্কার প্রদান অনুষ্ঠানে' 'শ্রেষ্ঠ পপ সঙ্গীত কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। একই বছর লি খ্য ছিন চীনের জিয়াংসু টেলিভিশিনের লাইভ শো 'Masked King'-এ অংশ নেন।

২০১৬ সালে লি খ্য ছিন চীনের হুনান টেলিভিশনের সঙ্গীতবিষয়ক লাইভ শো 'আই এম সিংগার'-এ অংশ নেন। একই বছরের ৩১ অগাস্ট লি খ্য ছিন আনুষ্ঠানিকভাবে Emperor Entertainment কোম্পানিতে যোগ দেন।

২০১৭ সালের ২৭ জানুয়ারি লি খ্য ছিন চীনের সিসিটিভির বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন। এরপর ১১ ফেব্রুয়ারিতে তিনি আবারও সিসিটিভির লন্ঠন উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে 'পরিবারের মিলনের খাবার' নামের গানটি পরিবেশন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি খ্য ছিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040