চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাত্
  2019-10-12 13:48:32  cri

অক্টোবর ১২: গতকাল (শুক্রবার) চেন্নাই সফররত চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় চেন্নাইয়ের রাস্তায় লাখ লাখ মানুষ দু'দেশের জাতীয় পতাকা ও প্রেসিডেন্ট সি'র বড় ছবি তুলে তাঁকে স্বাগত জানান।

 

সাক্ষাত্কালে সি বলেন, গত বছর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে উহানে সফল বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। এবার দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঙ্গরাজ্য সফরে দেশটিকে আরও ভালোভাবে জানতে সক্ষম হবো।

সি আরও বলেন, চীনের সঙ্গে তামিলনাড়ু অঙ্গরাজ্যের সুদীর্ঘকালের বিনিময়ের ইতিহাস রয়েছে। প্রাচীনকালে সামুদ্রিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ বন্দর ছিল তামিলনাড়ু। দু'দেশের প্রবীণরা নানা বাধা মোকাবিলা করে ব্যাপক আদান-প্রদান করেছিলেন; যা শিল্পকলা, সাহিত্য, দর্শন ও ধর্ম উন্নয়ন ও সম্প্রসারণে সহায়ক। আগামী বছর দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী। এ সুযোগে বিভিন্ন খাতে বিনিময় বাড়ানো হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করেন সি।

মোদি বলেন, মাহাবালিপুরাম মন্দিরগুলো ভারতীয় সভ্যতা ও স্থাপত্যের শ্রেষ্ঠ উত্তরাধিকার, যা ইতিহাসে দু'দেশের সাংস্কৃতিক বিনিময়ের সাক্ষী। দু'দেশের বিনিময় ও সহযোগিতার উন্নয়ন বিশ্ব অর্থনীতির সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। দু'দেশের প্রাচীন সভ্যতার কৌশল বর্তমান বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনা দিতে পারে বলে মনে করেন মোদি।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040