সহজ চীনা ভাষা---'বলা ও করা'
  2019-10-14 16:19:36  cri

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম 'বলা ও করা'। চীনা ভাষা হলো: 説和做 shuō hé zuò

বন্ধুরা চলুন, শুরুতে এই পাঠের অডিও শুনে নেই।

বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি।

এই পাঠ একটি জীবনী, এতে চীনের বিখ্যাত কবি, পণ্ডিত ও দেশপ্রেমিক উন ই তৌ'র গল্প বলা হয়। তিনি ১৮৯৯ সালে চীনের হুপেই প্রদেশের শি শুয়েই জেলায় জন্মগ্রহণ করেন। ছোট থেকে চীনা সাহিত্যের প্রতি উন ই তৌ'র বিশেষ আগ্রহ ও প্রতিভা ছিল। ১৩ বছর বয়সে তিনি ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিমূলক স্কুলে ভর্তি হন। ১৭ বছর বয়সে 'ছিংহুয়া সাপ্তাহিক' পত্রিকায় প্রবন্ধ লেখা শুরু করেন এবং এর সম্পাদকীয় বিভাগের দায়িত্ব পান। ১৯২৩ সালে উন ই তৌ তার প্রথম কবিতাসংগ্রহ প্রকাশ করেন। তার কবিতা 'ছন্দের সৌন্দর্য', 'অনুভূতির সৌন্দর্য' ও 'গাঠনিক সৌন্দর্যের' জন্য বিখ্যাত এবং তা চীনের আধুনিক কবিতায় নেতৃত্ব দিয়েছে। কবিতা লেখার পাশাপাশি চীনের প্রাচীন সাহিত্য ক্ষেত্রে তিনিও ভালো গবেষণার কাজও করেছেন। সাহিত্য নিয়ে কাজ করার পাশাপাশি উন ই তৌ দেশপ্রেমিক কবি হিসেবেও পরিচিত। চীনের বিপ্লব ও যুদ্ধে তিনি অনেক অবদান রেখেছেন। ১৯৪৬ সালে তিনি আততায়ীর হাতে নিহত হন।

উন ই তৌ'র বিখ্যাত একটি কথা আছে, তিনি বলেন: "অন্যরা প্রথমে বলে তারপর করে, আমি প্রথমে করি তারপর বলি। অন্যরা বললেও হয়তো করবে না, কিন্তু আমি করলেও হয়তো বলবো না। আর আমি যদি বলি, তা নিশ্চয় করবো"। উন ই তৌ'র আচরণ ছিল এমন। তার জীবন থেকেই নেওয়া হয়েছে এই পাঠ; নাম 'বলা ও করা'। এ থেকে আমরা জানতে পারি, উন ই তৌ কেমন মানুষ ছিলেন। সাহিত্য ক্ষেত্রে গবেষণায় তিনি কিছুই না বলার অবস্থা থেকে অসাধারণ কাজ করেছেন। আর বিপ্লব ও যুদ্ধের ক্ষেত্রে তিনি যে কথা বলেছেন তা নিশ্চয়ই করতেন। এমন সদাচরণের জন্য সবাই তার প্রশংসা ও সম্মান করে। লোকেরা তার কাছ থেকে অনেক শিখতেও পারে।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

説 shuō বলা 説話 shuō huà কথা বলা

做 zuò করা 做事zuò shì কাজ করা

詩 shī কবি 詩人shī rén কবিতা 詩人寫詩 shī rén xiě shī কবি কবিতা লিখে।

學者 xué zhě পণ্ডিত

文學 wén xué সাহিত্য 文學家wén xué jiā সাহিত্যিক

研究 yán jiū গবেষণা করা

成果 chéng guǒ ফলাফল 取得成果 qǔ dé chéng guǒ ফলাফল অর্জন করা

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040