ফুমি জাতি
  2019-10-16 08:52:17  cri

ফুমি জাতির লোকসংখ্যা ৩৩,৬০০। ইয়ুননান প্রদেশ ছাড়া, চীনের ৩০টি প্রদেশ, স্বায়ত্তশাসিত এলাকা ও কেন্দ্রশাসিত মহানগরে দেখা যায় ফুমি জাতির মানুষ। তবে ৯৮ শতাংশ ফুমি জাতির মানুষ ইয়ুন নান প্রদেশে বাস করে।

ফুমি জাতি পাহাড়ি অঞ্চলে বাস করে। ফুমি জাতিঅধুষ্যিত এলাকায় সর্বোচ্চ পাহাড় ৫৫৯৬ মিটার এবং নিম্নতম পাহাড় ১২০০ মিটার। বছরের গড় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাত ৯০০-১০০০ মিলিমিটার।

ফুমি জাতিঅধুষ্যিত এলাকার সম্পদ প্রচুর। গত শতাব্দীর ৫০-এর দশকে সারা অঞ্চলের মোট আয়তনের শতকরা ৫০-৭০ ভাগই বনাঞ্চল। আজকাল কোন কোন এলাকার বন কভারেজ ৭০ শতাংশের বেশি।

ফুমি ভাষার দুটি আঞ্চলিক ভাষা আছে। সি ছুয়ান প্রদেশের মুলি, ইয়ান ইউয়ান অঞ্চলের ফুমি জাতি উত্তর আঞ্চলিক ভাষা বলে এবং ইয়ুন নান প্রদেশের নিংলাং, লান পিং, লি চিয়াং ও ওয়েসি অঞ্চলের ফুমি মানুষ দক্ষিণ আঞ্চলিক ভাষা বলে। দুটি আঞ্চলিক ভাষার মধ্যে রয়েছে বেশ বার্থক্য এবং পরস্পরকে বুঝানো কঠিন এক ব্যাপার। একশ্রেণির ফুমি মানুষ পুরোপুরি এ ভাষা ব্যবহার করা। যেমন, লান পিং জেলার কয়েকটি গ্রাম এবং নিং লাং জেলার কয়েকটি উপজেলার ফুমি মানুষ ফুমি ভাষা পুরোপুরি ব্যবহার করে। আরেক শ্রেণির ফুমি মানুষ হান বা অন্য জাতির ভাষা বলার পাশাপাশি ফুমি ভাষাও বলে। তিব্বত জাতির কোন কোন মানুষও ফুমি ভাষা বলে। যেমন, সি ছুয়ান প্রদেশের মুলি ও ইয়ান ইউয়ান জেলার সব জাতির মানুষ পুমি ভাষা বলে। নানা জাতির মানুষের সঙ্গে মিশে জীবনযাপন করে বলে, ফুমি জাতির পুরুষরা সাধারণত ই, পাই, নাসি ও হান ভাষা বলতে পারে।

ফুমি জাতির কোন লিখিত ভাষা নেই।

ফুমি ভাষায় ফুমি শব্দের অর্থ সাদা মানুষ। যদিও বিভিন্ন অঞ্চলের ফুমি মানুষ নিজেদের নানা নামে ডাকে, তবে সব শব্দের অর্থ একই। এ জাতি প্রাচীন থেকে সাদা রঙের উপাসনা করে আসছে এবং এ রঙকে শুভর প্রতীক হিসেবে মনে করে।

ফুমি জাতির মানুষ বংশ অনুযায়ী গ্রাম গঠন করে। একই গ্রামের মানুষ একই পারিপারিক নাম এবং একই পূর্বপুরুষের বংশধর।

ফুমি জাতির মানুষের মূল খাদ্য ভূট্টা। তারা কম সবজি খায়, বেশি মাংস খায়। শুয়োরের মাংস, গরুর মাংস, খাসির মাংস, মুরগীর মাংসা তাদের বেশ পছন্দ।

ফুমি জাতির মানুষ চা খেতে পছন্দ করে এবং এক দিন তিন বারের মতো চা খায়: সকাল, দুপুর ও রাতে। কেউ কেউ বিছানায় যাবার আগে আবার চা খায়।

ফুমি জাতির মানুষ শিশুদের শিক্ষার ওপর বেশ গুরুত্ব দেয় এবং Adult ceremony গুরুত্বপূর্ণ একটি সামাজিক শিক্ষা অনুষ্ঠান। যখন ফুমি জাতির শিশুদের ১৩ বছর বয়স হলে তাদের জন্য Adult ceremony আয়োজন করা হয়। এ অনুষ্ঠান বসন্ত উত্সবের আগের এক দিন অনুষ্ঠিত হয়। ছেলের অনুষ্ঠানে মামা তাকে নতুন পোশাক পরান। মেয়ের অনুষ্ঠানে, মা মেয়েকে নতুন পোশাক পরান। Adult ceremony হবার পর ছেলে-মেয়েরা পরিবারের আনুষ্ঠানিক সদস্য হয় এবং তারা সব সামাজিক অনুষ্ঠান এবং উত্পাদন কার্যক্রমে অংশ নিতে শুরু করে।

ফুমি জাতির মানুষ আদিম ধর্ম বিশ্বাস করে। ফুমি জাতির আদিম ধর্মকে ডাকা হয় 'তিন পা' ধর্ম। পুমি ভাষায় 'তিন' মানে ভূমি এবং 'পা' মানে এ ভূমির ধর্ম। 'তিন পা' ধর্মের সর্বোচ্চ দেবতা পাতিনছিমু। তা ছাড়া, পাহাড়ি দেবতা পূজা অনুষ্ঠান, স্প্রিংস দেবতা পূজা অনুষ্ঠান পুমি জাতির দুটি মূল পুজা অনুষ্ঠান।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040