চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরে চীনা চলচ্চিত্রে যেসব ঘটনা 'প্রথম' বার ঘটে (দ্বিতীয় পর্ব)
  2019-10-17 14:14:36  cri
নববর্ষ উদযাপন উপলক্ষে চীনের মূল-ভূভাগের নির্মিত প্রথম চলচ্চিত্র

১৯৯৭ সাল হলো চীনের সংস্কার ও উন্মুক্তকরণের অষ্টম বছর। 'বসন্তকালের গল্প' নামে একটি গান স্প্রিং ফেস্টিভ্যাল গালায় পরিবেশন করা হয়। যা সংস্কার ও উন্মুক্তকরণের প্রতিনিধিত্বকারী গান হয়ে ওঠে। সেই বছরের সবচেয়ে উদ্দীপনাময় খবর হলো চীনের কোলে হংকংয়ের ফিরে আসা।

সেই বছর চীনের ওপর এশিয়ার আর্থিক ঝড়ের নেতিবাচক প্রভাব বেশি ছিলো না। তাই চীনের অর্থনীতি স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে উন্নয়ন হচ্ছিলো। জনগণের বৈষয়িক জীবন ধাপে ধাপে বৈচিত্র্যময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জনগণ বিনোদন অন্বেষণ করতে শুরু করেন।

সেই বছর চীনের মূল-ভূভাগে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রথম 'দ্যা ড্রিম ফ্যাক্টরি' নামে চলচ্চিত্র নির্মিত হয়। এই চলচ্চিত্র সেই বছর অতি ভালো বক্সঅফিস ও ভূয়সী প্রশংসা অর্জন করে। এটি সে সময়ে মূল-ভূভাগে কমেডির প্রতিনিধিত্বকারী শিল্পকর্মও বটে। চলচ্চিত্রটির অনেক সংলাপ এখনও জনগণের মুখে প্রচলিত। এটি দর্শকদের জন্য অনেক আনন্দ বয়ে আনে।

চীনের প্রথম ডোমেস্টিক বাণিজ্যিক চলচ্চিত্র

২০০২ সাল হলো চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ২৪তম বছর। সেই বছর চীনের জিডিপি প্রথমবারের মতো ১০ ট্রিলিয়ন ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে যায় এবং অর্থনীতির প্রবৃদ্ধির হার ৮ শতাংশে দাঁড়ায়। দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনার প্রকল্পের পূর্ব লাইনের অংশ এবং পশ্চিমাঞ্চলের গ্যাস চীনের পূর্বাঞ্চলে পাঠানোর প্রকল্প শুরু হয়। সেই বছর চীনে বাড়ির দাম সবেমাত্র শুরু হয়। বাড়িঘরের গড় দাম ছিলো প্রতি বর্গমিটার ২২৯১ ইউয়ান রেনমিনপি। সেই বছর চীনা চলচ্চিত্র অঙ্গনে সবার কাছে স্বীকৃতিপ্রাপ্ত প্রথম ডোমেস্টিক বাণিজ্যিক চলচ্চিত্র 'হিরো' নির্মিত হয়। চীনের উদ্যোগে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীদের অংশগ্রহণে নির্মিত হয় এ চলচ্চিত্রটি। 'হিরো' চলচ্চিত্র থেকে সত্যিকার ডোমেস্টিক বাণিজ্যিক চলচ্চিত্র দর্শকদের কাছে উপস্থাপন করা হয়। তারপর অর্থনীতির উন্নয়ন এবং দর্শকদের চাহিদা উপযোগী করতে চীনের চলচ্চিত্র বাজারায়ন ও শিল্পায়নের দিকে রূপান্তর হতে শুরু করে।

চীনের মূল-ভূভাগের প্রথম আইম্যাক্স থ্রি-ডি চলচ্চিত্র

২০১১ সাল হলো চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৩৩তম বছর। দ্বাদশ পাঁচসালা পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে চালু হয়। পরিবহনের চাপ ও গাড়ি কেনার চাহিদা বেড়ে যাওয়ার সম্মুখীন হয়ে সেই বছর থেকে বেইজিংয়ে 'টস বা লটারির' মাধ্যমে গাড়ি কেনা শুরু হয়। সেই বছর বেইজিং এবং শাংহাইয়ের মধ্যে দ্রুতগতির রেলপথে রেলগাড়ি যাতায়াত চালু হয়। 'শেনচৌ-৮ মহাকাশযান' এবং 'থিয়েনকোং-১ বিমানপোত' মহাকাশে প্রথমবারের মতো সাফল্যের সঙ্গে সংযোগ করা হয়। সেই বছর বেশ কয়েকটি প্রযুক্তিতে চীন অনেক অগ্রগতি অর্জন করে এবং যা চলচ্চিত্র শিল্পেও প্রতিফলিত হয়। চলচ্চিত্র কর্তৃপক্ষের স্বীকৃতিপ্রাপ্ত চীনা ভাষার প্রথম আইম্যাক্স থ্রি-ডি চলচ্চিত্র 'ফ্লাইং টুওয়ার্ডস অফ ড্রাগন গেট' প্রদর্শিত হয়। এই চলচ্চিত্রের চমত্কার থ্রি-ডি'র কার্যকরিতা দর্শকদের অনেক প্রশংসা অর্জন করে।

বক্সঅফিসের ক্ষেত্রে বিশ্বের প্রথম ১০০টি চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া চীনের প্রথম চলচ্চিত্র

২০১৭/২০১৬ সাল হলো চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৩৯তম বছর। সেই বছর চীনের জিডিপি'র মূল্য প্রথমবারে মতো ৮০ ট্রিলিয়ন ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে যায় এবং বিশ্বের দ্বিতীয় স্থান অর্জন করে। 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন অঞ্চলের ২০টি দেশের তরুণ-তরুণীরা চীনের 'নতুন চারটি আবিষ্কার' নির্বাচন করেন। সেগুলো হলো দ্রুতগতির রেলগাড়ি, স্ক্যান পদ্ধতিতে পেমেন্ট, শেয়ারিং সাইকেল এবং ইন্টারনেটে কেনাকাটা।

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৯তম জাতীয় কংগ্রেস সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। তখন সিপিসি'র সাধারণ সম্পাদক সি চিন পিং বলেন, চীনা জাতি দাঁড়ানো থেকে সমৃদ্ধ ও শক্তিশালী হওয়ার মহান উল্লম্ফন বাস্তবায়ন করেছে। সেই বছর 'উল্ফ ওয়ারিয়র্স' নামে চীনের একটি চলচ্চিত্র বক্সঅফিসের ক্ষেত্রে বিশ্বের প্রথম এক শ' চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত হয়। শুধু চীনে ভালো বক্সঅফিস অর্জন করা ছাড়াও, বিদেশের ভূয়সী প্রশংসাও লাভ করে এ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্র অবশেষে ৫৬৮ কোটি ইউয়ান রেনমিনপি মূল্যের বক্সঅফিস দিয়ে সাফল্যের সঙ্গে বিশ্বের প্রথম এক শ' চলচ্চিত্রের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এটি কোনো এশীয় চলচ্চিত্রের এই প্রথমবারের মতো এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া।

২০১৮ সালে সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উপলক্ষে ২০১৮ সালের অগাস্ট মাস পর্যন্ত চীনা চলচ্চিত্রের বক্সঅফিসের পরিমাণ ৪০০০ কোটিতে দাঁড়ায়। বিভিন্ন বয়সের দর্শকরা সিনেমা হলে প্রবেশ করে চলচ্চিত্র উপভোগ করেন। গ্রামাঞ্চল, শিশু ও চিকিত্সাসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র বড় পর্দায় প্রদর্শিত হয়। সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরে চীনা চলচ্চিত্র ব্যক্তিরা অব্যাহতভাবে ভাবমূর্তির মাধ্যমে চীনকে আবিষ্কার করে আসছেন এবং করে যাবেন।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040