সহজ চীনা ভাষা---'ল্যু শ্যুনকে স্মরণ করা'
  2019-12-03 10:45:36  cri

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম 'ল্যু শ্যুনকে স্মরণ' । এর চীনা ভাষা হলো: 回憶魯迅先生 । বন্ধুরা চলুন, শুরুতে এই পাঠের অডিও শুনে নেই।

বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি।

গত সপ্তাহের পাঠের মতো আজকের এই পাঠটিও একটি জীবনী; এতে ল্যু শ্যুনের কথা স্মরণ করা হয়েছে। একবিংশ শতাব্দীতে চীনের সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক ও চিন্তাবিদ ল্যু শ্যুন। তিনি আধুনিক চীনা সাহিত্যের জনক, সাহিত্য সমালোচক ও ঐতিহাসিক গবেষক। তিনি মতাদর্শ গবেষণা, অনুবাদ, শিল্পকলা তত্ত্ব ও মৌলিক বিজ্ঞানের পরিচয়, প্রাচীন বইয়ের গবেষণা এবং কাঠের খোদাই ইত্যাদি ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন।

ল্যু শ্যুন ১৮৮১ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৩৬ সালে মারা যান। তার সময়টি ছিল চীনে বিদেশি আগ্রাসনের অন্ধকারাচ্ছন্ন সময়। তিনি তার প্রবন্ধ ও চিন্তাভাবনার মাধ্যমে অনেক লোককে প্রেরণা দিয়েছেন এবং চীন ও চীনা জাতিকে উত্সাহিত করেছেন। চীনের মহান নেতা মাও সে তোং বলেছেন: "ল্যু শ্যুনের কাজ হচ্ছে চীনা জাতির নতুন সংস্কৃতির দিক'। আর শুধু চীনেই নয়, লু শিয়ুনের সাহিত্য ও চিন্তাভাবনা পূর্ব এশিয়ায় বিশেষ করে, জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনেক প্রভাব ফেলেছে। এখনও অনেক মানুষ তার সাহিত্য ও চিন্তাভাবনা গবেষণা করছে।

ল্যু শ্যুন সম্পর্কিত জীবনী একটু বিশেষ ধরনের। এই পাঠের লেখক হচ্ছেন চীনের বিখ্যাত সাহিত্যিক সিয়াও হোং। ল্যু শ্যুনের ছাত্র হিসেবে এই পাঠে তিনি দৈনন্দিন জীবন ও জীবনের ছোট-খাটো ব্যাপারের মাধ্যমে লু শিয়ুনের সরলতা, বন্ধুত্বের মূল্যায়ন ও হাস্য-রসাত্মক দিক তুলে ধরেছেন।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

作家 zuò jiā লেখক 寫作 xiě zuò লেখা

看書 kàn shū বড় পড়া 他喜歡看書 tā xǐ huān kàn shū সে বই পড়তে পছন্দ করে।

思想家 sī xiǎng jiā চিন্তাবিদ 思想 sī xiǎng চিন্তা 思考sī kǎo চিন্তা করা

回憶 huí yì স্মরণ করা

記得 jì dé মনে রাখা

信 xìn চিঠি 寫信xiě xìn চিঠি লেখা 寄信 jìxìn চিঠি পাঠানো

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040