সহজ চীনা ভাষা---'হোয়াংহ্য সোং'
  2019-12-03 10:45:36  cri

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম 'হোয়াংহ্য'র প্রশংসা' । চীনা ভাষা হলো:黃河頌 ।

বন্ধুরা চলুন, শুরুতে এই পাঠের অডিও শুনে নেই।

বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। 'হোয়াংহ্য সোং' হচ্ছে চীনের আধুনিক কবি কুয়াং উয়ে রানের লেখা ধারাবাহিক কবিতা। এই পাঠ হচ্ছে তার একটি অংশ। কবিতার নাম শুনে বোঝা যায়, এটি হোয়াংহ্য বা হলুদ নদী সম্পর্কিত একটি কবিতা।

হোয়াংহ্য বা হলুদ নদী চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি ছিংহাই প্রদেশের ছিংহাই-তিব্বতি মালভূমি থেকে উত্তরাঞ্চলে ৯টি প্রদেশ দিয়ে প্রবাহিত হয়ে পো সাগরে পড়েছে। প্রায় ১০০ মিলিয়ন মানুষের পানির যোগান দেয় এই নদী! বিভিন্ন ধরনের ভূসংস্থানের জন্য এই নদীর দৃশ্য অসাধারণ! প্রাচীনকাল থেকেই হোয়াংহ্য চীনের মধ্যাঞ্চলে পানির প্রধান উত্স। এই নদীর সঙ্গে জড়িয়ে রয়েছে চীনের কৃষি সংস্কৃতি ও চীনা সভ্যতার ইতিহাস। মূলত, হোয়াংহ্য চীনের 'মাতৃনদী'। এ কারণে হোয়াংহ্য নদীর প্রতি চীনাদের বিশেষ অনুভূতি রয়েছে।

'হোয়াংহ্য সোং' কবিতার লেখক হোয়াংহ্য'র দীর্ঘ ইতিহাস ও অসাধারণ দৃশ্য বর্ণনা করেছেন। কবিতাটি রচনার সময় চীন আগ্রাসী যুদ্ধে জড়িয়ে পড়ে। লেখক আশা করেন, এই শক্তিশালী কবিতার মাধ্যমে মানুষ আগ্রাসন প্রতিরোধে উত্সাহিত হবেন।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

河 hé নদী 母親河mǔ qīn hé মাতৃনদী

源頭 yüán tóu উত্সস্থল

平原 píng yüán সমভূমি 高原 gāo yüán মালভূমি

偉大 মহা wěi dà

他是一位偉大的領導人 tā shìyī wèi wěi dà de rén তিনি একজন মহান নেতা।

民族 mín zú জাতি 少數民族 shǎo shù mín zúসংখ্যালঘু জাতি

文化 wén huà সংস্কৃতি文化交流wén huà jiāo liú সাংস্কৃতিক যোগাযোগ

文明 wén míng সভ্যতা 古老的文明 gǔ lǎo de wén míng প্রাচীন সভ্যতা

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040