উ হানে সপ্তম বিশ্ব মিলিটারি গেমস উদ্বোধন
  2019-10-19 17:19:25  cri

অক্টোবর ১৯: সপ্তম বিশ্ব মিলিটারি গেমসের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল (শুক্রবার) চীনের হুপেই প্রদেশের উ হান শহরের ক্রীড়া কেন্দ্রে অনুষ্ঠিত হয়। চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং গেমসের উদ্বোধন ঘোষণা করেন।

৫০টি দেশের প্রতিরক্ষা বিভাগ, বাহিনীর নেতৃবৃন্দ ও চীনে নিযুক্ত বিভিন্ন দেশের মিলিটারি অ্যাটাশেরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

বিশ্ব মিলিটারি গেমস চালু হওয়ার ২৪ বছর পর এবারই প্রথম চীনে এ গেমস অনুষ্ঠিত হচ্ছে। এটি হচ্ছে চীনের প্রথম বার ব্যাপক আন্তর্জাতিক সামরিক গেমস আয়োজন করা।

১০ দিনব্যাপী গেমসে শুটিং, সুইমিং, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবল, বাস্কেটবলসহ মোট ২৭টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে মিলিটারি সংক্রান্ত প্রতিযোগিতা, নৌবাহিনী সংক্রান্ত প্রতিযোগিতা, ওরিয়েনটিয়ারিং ও প্যারাশুটিং হচ্ছে সামরিক বৈশিষ্ট্যময় ইভেন্ট। এবারের গেমসের ইভেন্টের পরিমাণও বিশ্ব মিলিটারি গেমসের ইতিহাসের শীর্ষ স্থানে।

(আকাশ/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040