চীনের উচেনে ষষ্ঠ বিশ্ব ইন্টারনেট মেলা উদ্বোধন
  2019-10-20 14:28:36  cri

অক্টোবর ২০: আজ (রোববার) ষষ্ঠ বিশ্ব ইন্টারনেট মেলা চেচিয়াং প্রদেশের উচেনে উদ্বোধন হয়। চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটিরপলিট ব্যুরোর সদস্য ও প্রচারমন্ত্রী হুয়াং খুন মিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দন-বার্তা পাঠ করেন এবং একটি ভাষণ দেন।

ভাষণে হুয়াং খুন মিং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দন-বার্তা ইন্টারনেট উন্নয়ন প্রবণতার সঙ্গে সম্পর্কিত গভীর অন্তর্দৃষ্টির প্রতিফলন।

হুয়াং খুন মিং জোর দিয়ে বলেন, চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী এবং ইন্টারনেট জন্মের ৫০তম বার্ষিকী। সবার উচিত্ নতুন সূচনায় উন্নয়নের সুযোগ ধরে ইতিবাচকভাবে ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করা। চীন মানবজাতির উন্নয়ন, নিরাপত্তা ও অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন করবে। ভবিষ্যতের সম্মুখীনে চীন বরাবরই দায়িত্বশীল বড় দেশের ভূমিকা পালন করবে এবং ইন্টারনেট উন্নয়নের অবদানকারী, ইন্টারনেট উন্মুক্তকরণের উদ্যোক্তা এবং ইন্টারনেট নিরাপত্তার রক্ষক, আন্তর্জাতিক ইন্টারনেট প্রশাসনের নির্মাতা হিসেবে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিশ্ব ইন্টারনেট উন্নয়ন ও প্রশাসনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে বলেও উল্লেখ করেন হুয়াং খুন মিং। (শিশির/টুটুল/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040