সিরিয়ার উত্তরপূর্বাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে ইরাকে মোতায়েন করা হবে
  2019-10-21 11:52:22  cri
অক্টোবর ২১: সিরিয়ার উত্তরপূর্বাঞ্চল থেকে ১০০০ মার্কিন সেনা প্রত্যাহার করে ইরাকের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হবে বলে শনিবার ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। এতে সন্ত্রাসী আইএসের বিরুদ্ধে হামলা চালানো সহজ হবে।

আফগানিস্তান সফরের সময় গণমাধ্যমের প্রশ্নোত্তরে এসপার এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রত্যাহার পরিকল্পনা কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। মার্কিন সেনারা ইরাকে দায়িত্ব পালন করবে এবং আইএসের বিরুদ্ধে অভিযান চালাবে।

উল্লেখ্য, বর্তমানে ইরাকে ৫২০০জন মার্কিন সেনা রয়েছে। তারা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দেয় ও সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করে। পাশাপাশি, ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযানও চালায় তারা।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040