নবম বেইজিং সিয়াং সান ফোরামের অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজিত
  2019-10-21 20:09:13  cri

অক্টোবর ২১: নবম বেইজিং সিয়াং সান ফোরামের অভ্যর্থনা অনুষ্ঠান বেইজিংয়ে আয়োজিত হয়। চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান সু ছি লিয়াং এতে অংশ নেন এবং ভাষণ দেন। কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য, রাষ্ট্রীয় কাউন্সিলর ও দেশের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেং হ্য এতে উস্থিত ছিলেন।

সু ছি লিয়াং ভাষণে বলেন, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর, বেইজিং শিয়াং সান ফোরাম বরাবরই 'উন্মুক্ত, সহনশীল, পরস্পরের কাছ থেকে শেখা, সহযোগিতা' এই ধারণা বজায় রেখে আসছে এবং বিশ্বের মৌলিক নিরাপত্তা সংলাপের প্ল্যাটফর্মগুলোর একটিতে পরিণত হয়েছে। বর্তমান পরিবর্তনশীল বিশ্বে, এ উন্নয়ন ও সমন্বয়ের প্রেক্ষাপটে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার; বিশ্বের একটি স্থিতিশীল এশিয়া ও প্যাসিফিক অঞ্চল দরকার; শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নে সংলাপ ও সহযোগিতার জোরদার করা দরকার।

তিনি আরো জানান, চীন বরাবরই বহুপক্ষপাদ সমর্থন ও পালন করে আসছে এবং 'শান্তি, উন্নয়ন, সহযোগিতা, 'উইন-উইন' পতাকা উত্তোলন করে বিশ্বের শান্তি নির্মাণ করবে, বিশ্বের উন্নয়নে অবদান রাখবে ও আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখবে। (আকাশ/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040