স্থিতিশীল ও সুষ্ঠুভাবে, দেশের অর্থনৈতিক টেকসই উন্নয়ন বাস্তবায়নের জন্য চীনের শর্ত, সক্ষমতা ও আত্মবিশ্বাস রয়েছে: জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন
  2019-10-21 20:15:43  cri

অক্টোবর ২১: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কারের কমিশনের তথ্য মুখপাত্র ইয়ান থা আজ (সোমবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, স্থিতিশীল ও সুষ্ঠুভাবে, দেশের অর্থনৈতিক টেকসই উন্নয়ন বাস্তবায়নের জন্য চীনের শর্ত, সক্ষমতা ও আত্মবিশ্বাস রয়েছে।

চীনের জাতীয় পরিসংখ্যান বুর‍্যোর প্রকাশিত পরিসংখ্যান থেকে দেখা যায় যে, এ বছরের প্রথম প্রান্তিকে চীনের জিডিপি গত বছরের একই সময়ের তুলনায় ৬.২শতাংশ বেড়েছে। এর মধ্যে তৃতীয় প্রান্তিকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির গতি ৬.০শতাংশ।

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের তথ্য মুখপাত্র ইয়ান থা আজ জানান, এ বছর দেশ-বিদেশে কঠিন অবস্থা ও চ্যালেঞ্জ বাড়ার প্রেক্ষাপটেও চীনের অর্থনীতি স্থিতিশীল, ‌এতে জনগণের জীবনের মাণ অব্যাহতভাবে উন্নীত হচ্ছে। (আকাশ/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040