বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব-২০১৯
  2019-10-24 10:05:19  cri

দক্ষিণ কোরিয়ার সবচেয়ে আগে চালু হওয়া এবং সবচেয়ে বড় আকারের চলচ্চিত্র উত্সব হিসেবে বুসান চলচ্চিত্র উত্সব হলো এশিয়ার সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র উত্সবের মধ্যে অন্যতম একটি।

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের বুসান চলচ্চিত্র উত্সব আয়োজন করা হয়। তাই আয়োজকরা বিশেষ করে 'দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রের শত বছরের ইতিহাস' শীর্ষক এক বিশেষ প্রদর্শনী স্থাপন করা ছাড়াও, 'এশিয়ার টিভি নাটকের' জন্য 'এশিয়ার বিষয় পুরস্কার' নতুন করে স্থাপন করে। চীনের টিভি নাটক এর আকর্ষণীয় বিষয় হয়ে ওঠে।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ১৯৯৬ সালে স্থাপন করা হয়। এ চলচ্চিত্র উত্সব দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র শিল্পের উন্নয়ন বেগবান করা এবং নতুন লোক ও শিল্প খনন করার যথাসাধ্য প্রচেষ্টা চালানোর আঞ্চলিক চলচ্চিত্র উত্সব থেকে ক্রমশ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী ও আকর্ষণীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব হয়ে ওঠে। অন্যান্য আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের তুলনায় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব বরাবরই নতুন লোকদের নতুন শিল্পের ওপর দৃষ্টি রেখে আসছে।

চলতি বছর মোট ৮৫টি দেশ ও অঞ্চলের তিন শতাধিক চলচ্চিত্র বুসান চলচ্চিত্র উত্সব চলাকালে প্রদর্শিত হয়। তিনটি চীনা ভাষার চলচ্চিত্র এবারের চলচ্চিত্র উত্সবের প্রধান প্রতিদ্বন্দ্বিতার ইউনিট বা 'নতুন ঢেউ' ইউনিটে অন্তর্ভুক্ত হয়। এ তিনটি চলচ্চিত্র হলো 'আ রোড টু স্প্রিং' 'ওভার দ্যা সি' এবং 'বোলুমি' ।

'হাইফা স্ট্রিট' নামে ইরাকের চলচ্চিত্র এবং 'রোম' নামে ভিয়েতনামের চলচ্চিত্র চলতি বছরের 'নতুন ঢেউ' পুরস্কার অর্জন করে। জুরি বোর্ডের বিচারকদের মতামত এই যে, 'হাইফা স্ট্রিট' নামে ইরাকের এ চলচ্চিত্রে উত্তেজনাসংকুল পরিস্থিতি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃত হয় এবং এতে চলচ্চিত্রের ভাষা ব্যবহারের ক্ষেত্রে পরিচালকের দৃঢ় আত্মবিশ্বাস ও সুদক্ষতা প্রমাণিত হয়। 'রোম' নামে ভিয়েতনামের এ চলচ্চিত্রটি শক্তিতে ভরপুর। অভিনেতা অভিনেত্রীর অভিনয় অনেক আকর্ষণীয় এবং চিত্রগ্রহণের প্রযুক্তিও প্রশংসনীয়।

চীনের তরুণ পরিচালক হুও নিংয়ের 'নুডল কিড' নামে প্রামাণ্যচিত্র এবারের বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের শ্রেষ্ঠ তথ্যচিত্রের পুরস্কার অর্জন করে। ৭ বছর সময় দিয়ে এ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়। সরল, সচ্ছল ও মনোযোগী উপায়ে বিচারকদের মন মুগ্ধ করেছে এ প্রামাণ্যচিত্র। বিচারকদের প্রশংসনীয় কথাগুলো এই যে, পরিচালক হুও নিং দীর্ঘসময় দিয়ে সাফল্যের সঙ্গে তার চলচ্চিত্রের চরিত্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন, তাই তিনি প্রধান চরিত্রের পরিবারের সবচেয়ে ঘনিষ্ঠ অংশ শুটিং করতে পারেন। প্রামাণ্যচিত্র শুটিং করার মৌলিক প্রযুক্তি অনুসরণ করার উপায় মানুষের মনে গভীর দাগ কাটে। এই উপায় অনেক প্রামাণ্যচিত্রে উপেক্ষাও করা হয়। এ প্রামাণ্যচিত্রে ছোট এক ছেলের বড় হওয়া ও পরিবর্তনের ওপর মনোযোগ দেওয়া হয়। চলচ্চিত্র পরিচালকের এই মনোযোগী চেতনা দর্শকদের মনে শক্তিশালী প্রভাব ফেলে।

নিজের এই প্রামাণ্যচিত্র প্রসঙ্গে হুও নিং বলেন, 'নুডল কিড' চলচ্চিত্রে এমন একটি গল্প তুলে ধরা হয় যে, চীনের পশ্চিমাঞ্চলের ছিংহাই প্রদেশের একজন ছেলে নিজের স্বপ্ন ও মাতৃস্নেহ অন্বেষণ করতে চীনের তিন হাজারেরও বেশি কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে। এ চলচ্চিত্র বড় হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি চলচ্চিত্র বলে আমি মনে করি।'

হুও নিং বলেন, তিনি আশা করেন, চীনের দর্শকেরা এই চলচ্চিত্র উপভোগের মাধ্যমে বুঝতে পারবেন যে, অর্থনীতির দ্রুত গতিতে উন্নয়নের এই প্রেক্ষাপটে প্রত্যেক মানুষের জন্য তার প্রত্যেক বাছাই কত গুরুত্বপূর্ণ।

চলতি বছরের চলচ্চিত্র উত্সব চলাকালে অনুষ্ঠিত 'এশিয়ার চলচ্চিত্র বাজারের' ইউনিটে প্রথমবারের মতো এশীয় দেশ ও অঞ্চলের টিভি নাটকের জন্য 'এশিয়ার বিষয় পুরস্কার' স্থাপন করা হয়। এতে এ উত্সবের দীর্ঘ প্রসার বোঝা যায়। গত বছর ২৩টি দেশ ও অঞ্চলের ১৭১টি প্রতিষ্ঠান ও ৭৩টি প্রদর্শনী স্টল অংশ নেয়। চলতি বছর ৩৪টি দেশ ও অঞ্চলের দু'শতাধিক প্রতিষ্ঠানের ৮৬টি স্টল অংশ নেয়।

চীনের তরুণ পরিচালক চিন সিয়োং হাও এবং অভিনেত্রী চুয়াং তা ফেই 'তুমি আমার চোখের পাহাড় ও সাগর' নামে এই ইন্টারনেট নাটক দিয়ে পৃথক পৃথকভাবে 'এশিয়ার বিষয় পুরস্কারের' শ্রেষ্ঠ নতুন পরিচালক পুরস্কার ও শ্রেষ্ঠ নতুন অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

উল্লেখ্য, 'তুমি আমার চোখের পাহাড় ও সাগর' নামে এই ইন্টারনেট নাটকের সকল অভিনেতা ও অভিনেত্রী এবং এ নাটকের সঙ্গে জড়িত সকল কর্মকর্তা সবাই নতুন লোক। বুসান চলচ্চিত্র উত্সবে তাদের স্বীকৃতি পাওয়া অনেকের কাছেই অপ্রত্যাশিত।

তা ছাড়া, লেই চিয়া ইন নামে চীনের একজন অভিনেতা 'দ্যা লঙ্গেস্ট ডে ইন ছাং'আন' নামে একটি টিভি নাটকে নিজের চমত্কার অভিনয়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার 'কিম নাম গিল' এবং জাপানের 'ইয়ামাদা তাকাইউকি''র সঙ্গে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন।

চীনের অভিনেত্রী ইয়াও ছেন 'অল ইজ ওয়েল' নামে টিভি নাটকে তার চমত্কার অভিনয়ের মাধ্যমে ফিলিপিন্সের মাজা সালভাদোরের সঙ্গে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040