সেনেগাল সরকার চীনা সাংস্কৃতিক কাউন্সিলারকে 'কমান্ডারস অফ আর্টস অ্যান্ড লিটারেচার' পদক প্রদান করেছে
  2019-10-29 18:36:53  cri
সেনেগালিজ সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আবদুল্লাহ ডিউপ ২২ অক্টোবর সেনেগালিজের প্রেসিডেন্ট মার্কে স্যালির পক্ষে দেশটিতে নিযুক্ত চীনা সাংস্কৃতিক কাউন্সিলার সে মিং ইউয়ানকে কমান্ডারস অফ আর্টস অ্যান্ড লিটারেচারের পদক প্রদান করেছেন। চীন ও সেনেগালের মধ্যকার সাংস্কৃতিক আদান-প্রদান ও উন্নয়নে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট মার্কে সে মিং ইউয়ানকে সম্মাননাপত্র প্রদান করেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আবদুল্লাহ ডিউপ বলেন যে, তিনি সাংস্কৃতিক সহযোগিতা ক্ষেত্রে অবদানের জন্য কাউন্সিলর সে মিং ইউয়ানকে নিয়ে গর্বিত। তিনি দু'দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক বিকাশের জন্য এবং চীন ও সেনেগালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এবং দৃঢ় ভিত্তি স্থাপনের জন্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টার জন্য কাউন্সিলর সে মিং ইউয়ানকে ধন্যবাদ জানান।

কাউন্সিলর সে মিং ইউয়ান চীন ও সেনেগালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পরে সেনেগালে চীনা দূতাবাসের প্রথম সাংস্কৃতিক কাউন্সিলর ছিলেন। ধন্যবাদ জ্ঞাপনের সময় তিনি বলেন, এই সম্মাননা চীন-সেনেগাল সাংস্কৃতিক সম্পর্ক বিকাশের পক্ষে সর্বপ্রথম পদক্ষেপ এবং চীন-সেনেগাল সাংস্কৃতিক বিনিময় প্রচারে অবদান রেখেছেন এমন অসংখ্য মানুষের জন্য এটি একটি পুরষ্কার। তিনি আন্তরিকভাবে আশাবাদী যে, চীন ও সেনেগালের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার উজ্জ্বল ভবিষ্যত তৈরি হবে।

সেনেগালের সংস্কৃতি ও শিল্পের বিকাশ এবং সাংস্কৃতিক ও শৈল্পিক বিনিময়ের ক্ষেত্রে যারা অসামান্য অবদান রেখেছেন, এমন সেনেগালি নাগরিক ও বিদেশিদের স্বীকৃতি দেওয়ার জন্য ১৯৯২ সালে সেনেগালিজ মেডেল অফ আর্টস অ্যান্ড লিটারেচার পদক প্রদান শুরু হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040