তাজিকিস্তানে কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  2019-10-29 18:37:26  cri
মধ্য এশিয়ার এবং ককেশাস অঞ্চলের কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক সম্মেলনটি তাজিকিস্তানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। তাজিকিস্তানে চীনা দূতাবাস, হানবান এবং কনফুসিয়াস ইনস্টিটিউটগুলির চীনা ও বিদেশি প্রতিনিধিরা এতে অংশ নিয়েছিলেন। প্রতিনিধিরা এই অঞ্চলে কনফুসিয়াস ইনস্টিটিউটগুলির বিকাশ ও চীনা শিক্ষার ফলাফলের সংক্ষিপ্তসার তুলে ধরেন এবং ভবিষ্যত উন্নয়নের জন্য বিভিন্ন সুপারিশ করেন।

২০০৪ সাল থেকে, হানবান বিশ্বের ১৫৮টি দেশ ও অঞ্চলে ৫০০ টিরও বেশি কনফুসিয়াস ইনস্টিটিউট এবং এক হাজার একশ'রও বেশি কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা করেছে। চীনা ভাষা শেখাতে ও চীনা সংস্কৃতি বোঝার জন্য বিশ্বজুড়ে মানুষের জন্য একটি মঞ্চ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। চীনা জাতির অসামান্য সংস্কৃতি ও বিশ্বের উন্নত সংস্কৃতি অর্জনের জন্য একটি প্ল্যাটফর্ম হয়ে উঠছে এবং চীনা জনগণ ও বিশ্বের মানুষের মধ্যে বন্ধুত্ব বাড়াতে একটি সেতু হয়ে উঠছে কনফুসিয়াস ইনস্টিটিউট।

এশিয়া ও আফ্রিকান কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক জাও স্যু বো বার্ষিক সম্মেলনে বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রচার ও সহায়তায় মধ্য এশিয়ার ১৬টি বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে চীনা সাহিত্যের কোর্স চালু করা হয়। ১৪টি বিশ্ববিদ্যালয়ে চাইনিজ মেজর, চাইনিজ স্টাডিজ মেজর বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ মেজর হয়েছে। বিশেষ করে, আর্মেনিয়া ও জর্জিয়াতে বেসিক চীনা বিষয় তাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা যেতে পারে, কনফুসিয়াস ইনস্টিটিউট চীন ও অন্যান্য মানুষের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্বের আত্মিক সেতু তৈরি করেছে। দুই পক্ষের মধ্যে বিনিময়ের একটি বিস্তৃত প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে। উভয় পক্ষের মধ্যে গভীর ব্যবহারিক সহযোগিতার ক্ষেত্রে বৃহত্তর মঞ্চ সরবরাহ করেছে।

দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ভিত্তি হচ্ছে রাষ্ট্র দুটির জনগণের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণের অনুভূতি। আর, এ ধরনের অনুভূতির ভিত্তি হচ্ছে পারস্পরিক বোঝাপড়া। যা দেশগুলির মধ্যে মতবিনিময়, সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মধ্য এশিয়ার এবং ককেশাসের কনফুসিয়াস ইনস্টিটিউট সংগঠক হিসাবে ২০০৮ সালে এটি প্রতিষ্ঠার পর থেকে তাজিকিস্তানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট তাজিকিস্তানে দ্রুত শিকড় ও উন্নতি লাভ করেছে। শতাধিক চীনা শিক্ষক তাজিকিস্তানে শিক্ষকতা করেছেন। কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনা শিক্ষার্থীর সংখ্যা প্রতিষ্ঠার শুরুতে ২০০ এরও বেশি থেকে বেড়ে প্রায় এখন ৪ হাজার হয়েছে।

তাজিকিস্তানে চীনের রাজনৈতিক কাউন্সিলার ছেন তাই ওয়েন বলেন, চীন ও তাজিকিস্তানের প্রেসিডেন্টদের উপস্থিতিতে ২০০৮ সালের অগাস্টে তাজিক জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। চীনে অধ্যয়ন করা তাজিকিস্তানের তরুণদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। চীন ও তাজিকিস্তানের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও দৃঢ় করতে, দু'দেশের মধ্যে মানবিক সহযোগিতা বাড়াতে এবং দু'দেশের মধ্যে যোগাযোগ জোরদার করার ক্ষেত্রে তাজিকিস্তানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করে।

তাজিকিস্তানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতি ইমোমজোদা বলেছিলেন যে একটি দেশের ভবিষ্যত উন্নয়ন পরিমাপের ক্ষেত্রে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাজিকিস্তানের কনফুসিয়াস ইনস্টিটিউটটির বিকাশ তাজিক যুবকদের চীনা শেখার জন্য, চীনা সংস্কৃতি বোঝার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে চীন ও তাজিকিস্তানের মধ্যে সহযোগিতায় উত্সাহ দেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ।

ইমোমজোদা বলেন, দেশগুলির মধ্যে সম্পর্কের বিকাশে সাংস্কৃতিক এবং শিক্ষাগত সহযোগিতা একটি মৌলিক ভূমিকা পালন করে। কনফুসিয়াস ইনস্টিটিউট চীন ও মধ্য এশিয়া এবং ককেশাস দেশগুলির মধ্যে একটি সংযোগকারী সেতুতে পরিণত হয়েছে। বর্তমানে চীন ক্রমশ বিশ্ব মঞ্চের কেন্দ্রস্থলে পৌঁছে যাচ্ছে। চীনের ধারণা এবং চীনা পথের প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়ছে। চীনা ভাষা ও চীনা সংস্কৃতির আকর্ষণ ও আবেদন নাটকীয়ভাবে বেড়েছে। তাজিক যুবকদের ভবিষ্যৎ জীবন নিয়ে পরিকল্পনার ক্ষেত্রে চীনা ভাষা শেখা একটি গুরুত্বপূর্ণ পছন্দ হয়ে উঠেছে। চীনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা জোরদার করা তাজিকিস্তানের ভবিষ্যত উন্নয়নের জন্যও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আশা করা যায় যে, কনফুসিয়াস ইনস্টিটিউট তাজিক পক্ষের জন্য চীনা ভাষা বলার ক্ষেত্রে আরও প্রশিক্ষণ দিতে পারে, চীনের সঙ্গে শেখা ও সহযোগিতা জোরদার করতে পারে এবং তাজিকিস্তানের উন্নয়নে অবদান রাখতে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের সফল অভিজ্ঞতা বিনিময় করতে পারে।

এদিনের সম্মেলনে কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিনিধিরা বর্তমান কনফুসিয়াস ইনস্টিটিউটগুলির সমস্যা ও শিক্ষাদান প্রক্রিয়া নিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। প্রত্যেকেই একমত যে ভিন্ন জাতীয় অবস্থার কারণে মধ্য এশিয়া ও ককেশাসের কনফুসিয়াস ইনস্টিটিউটগুলির বিকাশ হয়েছে ভিন্নভাবে। তবে, আয়োজক দেশ চীনে তা আরও জনপ্রিয় হয়ে উঠেছে এবং শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে। কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষকতার কাজে আরও ভালো চীনা শিক্ষকের প্রয়োজন। চাইনিজ শিখনকে মানসম্মত করার জন্য একটি ইউনিফাইড সিলেবাস তৈরি করা দরকার। আরও বিদেশি যুবক স্বাধীনভাবে চীনা শিখতে পারলে, চীনা সংস্কৃতি ও চীনের ইতিহাস বুঝতে পারলে, তা চীন ও বিশ্বের বোঝাপড়া জোরদার ও সহযোগিতা বাড়াতে আরও সহায়ক হবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040