গোল্ডেন ট্রি আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র ‌উত্সব
  2019-10-31 14:21:04  cri

স্থানীয় সময় ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ২০১৯ সালের গোল্ডেন ট্রি আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র ‌উত্সব জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফ্রাঙ্কফুর্ট শহরে অনুষ্ঠিত হয়। ফ্রাঙ্কফুর্টে চীনের কনসাল জেনারেল সুন ছোং বিন এবং ফ্রাঙ্কফুর্ট শহরের সংসদ সদস্য স্তাদস্ত্রাতিন স্তার্জেলসহ ৫০টিরও বেশি দেশের তিন শতাধিক অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভাষণে সুন ছোং বিন বলেন, চীনের প্রামাণ্যচিত্র গোল্ডেন ট্রি আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উত্সবের এই প্ল্যাটফর্মের মাধ্যমে চীন থেকে জার্মানিতে প্রবেশ করতে এবং চীন ও জার্মানির সম্পর্কের বিষয় বৈচিত্র্যময় করে তুলতে দেখে আমি খুব আনন্দিত। চীনের তথ্যচিত্র জার্মানি থেকে ইউরোপ ও ইউরোপ থেকে বিশ্বের কাছে চলে যাবে, বিশ্বের কাছে চীনা গল্প তুলে ধরবে এবং সার্বিকভাবে উন্মুক্ত চীনকে প্রদর্শন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

ফ্রাঙ্কফুর্ট শহরের সংসদ সদস্য স্তাদস্ত্রাতিন স্তার্জেল জার্মানিতে গোল্ডেন ট্রি আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উত্সব সাফল্যের সঙ্গে আয়োজনে অভিনন্দন জানিয়ে বলেন, গোল্ডেন ট্রি আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উত্সব ইতোমধ্যেই বিখ্যাত প্রামাণ্যচিত্র উত্সব হয়ে উঠেছে। এতে অংশগ্রহণকারীদের সংখ্যা স্থিতিশীলভাবে বেড়ে যাচ্ছে। তিনি বলেন, এই উত্সব ফ্রাঙ্কফুর্ট শহরে আয়োজন করায় আমি খুব খুশি। কারণ এটি আমাদের শহরের সাংস্কৃতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে ফ্রাঙ্কফুর্টের সুদীর্ঘকালীন ঐতিহ্য আছে। গোল্ডেন ট্রি আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উত্সব গুরুত্বপূর্ণ একটি অংশে পরিণত হয়েছে বলে স্তার্জেল উল্লেখ করেন।

গোল্ডেন ট্রি আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উত্সবের চেয়ারম্যান ওয়াং লি বিন তার ভাষণে বলেন, বিভিন্ন সংস্কৃতির কারণে আমাদের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। গোল্ডেন ট্রি আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উত্সবের উদ্দেশ্য হলো সাংস্কৃতিক বিভাজন অতিক্রম করতে সক্ষম এমন একটি সেতু স্থাপন করা, শর্টের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মূল অনুসন্ধান করা এবং বিভিন্ন সভ্যতার বিনিময় ও পারস্পরিক সমঝোতা বেগবান করা। চলতি বছরের গোল্ডেন ট্রি আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উত্সবের প্রতিপাদ্য হলো 'সংস্কৃতির মূল বাঁচিয়ে রাখা'। যুগের উন্নয়ন এবং সংস্কৃতি বাঁচিয়ে রাখার সঙ্গে সঙ্গে সংস্কৃতি কিভাবে পরিবর্তিত হচ্ছে, এবারের উত্সবে তা অন্বেষণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচটি মহাদেশের প্রতিনিধি এবং গোল্ডেন ট্রি আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উত্সবের চেয়ারম্যান সম্মিলিতভাবে একটি গোল্ডেন ট্রিতে পানি সরবরাহ করেন। তার মানে বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির শক্তিতে গোল্ডেন ট্রি আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উত্সব যেন ছোট একটি চারার মতো দিন দিন বড় হয়ে উঠছে এবং বড় একটি গাছ হয়ে উঠবে।

পূর্ব ও পশ্চিমা প্রামাণ্যচিত্রের বিনিময় ও যোগাযোগ সংযোগের একটি আন্তর্জাতিক সেতু হিসেবে গোল্ডেন ট্রি আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উত্সব বিদেশে চীনের তথ্যচিত্র তুলে ধরার যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে আসছে। এ উত্সব স্থাপন করার চার বছরের মধ্যে এতে অংশ নেওয়া দেশ ও অঞ্চলের সংখ্যা ক্রমশ বাড়ছে।

চলতি বছর গোল্ডেন ট্রি আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উত্সবের প্রতিপাদ্য হলো 'সংস্কৃতির মূল বাঁচিয়ে রাখা'। সাংগঠনিক কমিটি মোট ১২৬টি দেশ ও অঞ্চলের ৪৫২৩টি চলচ্চিত্র হাতে পায়। এর মধ্যে জার্মানি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন ও ব্রিটেনের চলচ্চিত্রের সংখ্যা প্রথম পাঁচ স্থানে রয়েছে। প্রাথমিক নির্বাচনের পর ৫৩টি চলচ্চিত্র অবশেষে ৮টি পুরস্কার প্রতিদ্বন্দ্বিতার ইউনিটে অন্তর্ভুক্ত হয় এবং সেগুলোর মধ্যে ৭টি চলচ্চিত্র চীনের।

উত্সব চলাকালে জার্মানি, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইতালি ও বেলজিয়ামসহ দশাধিক দেশের বিভিন্ন দৈর্ঘ্যের ১৯টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সেগুলোর থিম ও বিষয় বৈচিত্র্যময়। তা ছাড়া, ১০টি তথ্যচিত্রের সঙ্গে জড়িত দল দর্শকদের সঙ্গে মুখে মুখে তাদের প্রামাণ্যচিত্র নির্মাণের পিছনের গল্প ভাগাভাগি করে।

প্রামাণ্যচিত্র উত্সব চলাকালে সাংগঠনিক কমিটির উদ্যোগে ৬টি ফোরাম আয়োজন করা হয়। এ ৬টি ফোরামের নাম যথাক্রমে: 'প্রামাণ্যচিত্রের প্রতিদ্বন্দ্বিতার দক্ষতা কিভাবে জোরদার হবে', 'প্রামাণ্যচিত্র কি আমাদের বিশ্বকে উদ্ধার করতে সক্ষম? পরিবেশ-বান্ধব বিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে আলোচনা', 'যৌথভাবে প্রামাণ্যচিত্র নির্মাণ করার ভূমিকা, আন্তর্জাতিক সহযোগিতার চ্যালেঞ্জ ও সুযোগ', 'ভিআর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ৫-জিসহ নতুন প্রযুক্তির সঙ্গে প্রামাণ্যচিত্রের দেখা হলে কি ঘটবে?', 'সংস্কৃতির মূল বাঁচিয়ে রাখা' এবং 'নির্মাতার সঙ্গে সংলাপ'।

এসব ফোরামে প্রামাণ্যচিত্রের বিশেষজ্ঞ, লেখক, নৃবিজ্ঞানী এবং বিভিন্ন নতুন প্রযুক্তির সঙ্গে জড়িত পেশাগত লোকসহ বিশ জনেরও বেশি লোককে আমন্ত্রণ জানানো হয়। তারা আন্তর্জাতিক মঞ্চে প্রামাণ্যচিত্রের উন্নয়নের পরিবেশ, পরিস্থিতি, সম্মুখীন সুযোগ ও বিভিন্ন উত্তপ্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040