উ ছি সিয়ান
  2019-10-31 18:38:30  cri

উ ছি সিয়ান ১৯৬৩ সালের ৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন চীনা ভাষার কন্ঠশিল্পী, গীতিকার ও উপস্থাপক।

১৯৮০ সালে উ ছি সিয়ান গানের জগতে পা রাখেন। ১৯৮৩ সালে তার প্রথম গান 'তোমার সঙ্গে প্রথমবার দেখা' প্রকাশিত হয় এবং গানটি প্রকাশের পর পরই তথ্যমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

১৯৮৫ সালে মালয়েশিয়ায় তাঁর প্রথম অ্যালবাম 'মনের অনুভূতি' প্রকাশিত হয়। গানটি সঙ্গীত-তালিকার শীর্ষ স্থান দখল করে। তবে তখন তার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তাকে বিভিন্ন পানশালায় গান গাইতে হতো জীবিকার জন্য।

১৯৮৬ সালে তাঁর চীনা ভাষার অ্যালবাম 'কেন এতো নিঃসঙ্গ?' প্রকাশিত হয়। একই বছর তিনি তাইওয়ান প্রদেশের গীতিকার লিউ উন চেং-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তাইওয়ানের সঙ্গীত-বাজারে প্রবেশ করেন।

১৯৮৭ সালে উ ছি সিয়ান মালয়েশিয়ায় চীনা ভাষার অ্যালবাম 'অশেষ প্রেমের গান' রিলিজ করেন। একই বছরে তার আরেকটি অ্যালবাম 'অপেক্ষা' প্রকাশিত হয়। ১৯৮৮ সালে মালয়েশিয়া এবং চীনের তাইওয়ান প্রদেশে একই সাথে 'তুমি আমার সবকিছু' রিলিজ হয়।

১৯৮৯ সালে উ ছি সিয়ান মালয়েশিয়ায় চীনা ভাষার অ্যালবাম 'ভালোবাসা এক ধরনের ক্ষতি' প্রকাশ করেন। ১৯৯১ সালে তাইওয়ান প্রদেশ এবং মালয়েশিয়ায় একই সাথে 'মর্মাহত মানুষ' এবং 'তুমি কি কেঁদেছো?' শীর্ষক দুটি অ্যালবাম প্রকাশিত হয়।

১৯৯২ সালে উ ছি সিয়ান সঙ্গীত কোম্পানি ইএমআইতে যোগ দেন। ১৯৯৩ সালে তার চীনা ভাষার অ্যালবাম 'ভালোবাসা একটি স্বপ্ন' এবং 'তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমার মন উদাস হয়' রিলিজ পায়।

১৯৯৫ সালে উ ছি সিয়ানের অ্যালবাম 'ভালোবাসা এতো ভারি!' প্রকাশিত হয়। একই বছর তিনি চলচ্চিত্রে অভিনয় করেন।

১৯৯৬ সালে উ সি সিয়ানের চীনা ভাষার অ্যালবাম 'কার কথা মনে পড়ে' বাজারে আসে। একই বছর তিনি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে 'বাতাসের মধ্যে ভালোবাসা আছে' শীর্ষক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

২০০৩ সালের ২২ মার্চ উ ছি সিয়ান সিঙ্গাপুরে তাঁর প্রথম সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। একই বছর তার আরেকটি চীনা ভাষার অ্যালবাম 'আমার নতুন গানের যুগ' রিলিজ হয়। ২০০৫ সালের ২৯ অক্টোবর চীনের শাংহাই শহরে চীনে তাঁর প্রথম সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

২০১৫ সালের ডিসেম্বর মাসে উ ছি সিয়ান তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে 'ছিসিয়ান-উনচেং' শীর্ষক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। ২০১৭ সালের ২৯ মে তিনি ওয়ার্ল্ড ট্যুরে বের হন। সেই ট্যুর স্থায়ী হয় ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী উ ছি সিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040