উন্মুক্ত ও সহযোগিতামূলক বিশ্ব অর্থনীতি বাস্তবায়নের আহ্বান সি চিন পিংয়ের
  2019-11-05 11:39:32  cri
নভেম্বর ৫: আজ (মঙ্গলবার) শাংহাইয়ে চীনের দ্বিতীয় আন্তর্জাতিক আমদানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উন্মুক্ত ও সহযোগিতামূলক বিশ্ব অর্থনীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

তিনি বলেন, চলমান বিশ্বে অর্থনীতির মূল্য চেইন আর সরবরাহ চেইন গভীরভাবে উন্নত হয় এবং বিভিন্ন দেশের অর্থনীতির সংমিশ্রণের প্রবণতা দেখা দেয়। অসঙ্গতি ও মতভেদের সম্মুখীনে পরামর্শ ও সহযোগিতা হবে সঠিক পথ। সমানভাবে সহাবস্থান আর পারস্পরিক সমঝোতা যে কোনো সমস্যা সমাধান করতে সক্ষম।

সি আরো বলেন, উন্মুক্তকরণে উন্নয়ন বাস্তবায়ন করা এবং গভীরভাবে বিনিময় ও সহযোগিতা জোরদার করা, দৃঢ়ভাবে বাণিজ্যের সংরক্ষণবাদ এ একতরফাবাদের বিরোধিতা করা ও অব্যাহতভাবে বাণিজ্যের বাধা নির্মূল করা উচিত, যাতে বিশ্বের মূল্য চেইন ও সরবরাহ চেইন পূরণ করা যায় এবং বাজারের চাহিদা মেটানো যায়। (সুবর্ণা/টুটুল/শুয়েই ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040