চীনা অপেরা 'মার্কো পোলোর' ইতালিতে প্রেমিয়ার অনুষ্ঠিত
  2019-11-05 15:51:52  cri

তিন বছরেরও বেশি সময় ধরে আয়োজনের পর, গত অক্টোবরে চীনের মূল অপেরা 'মার্কো পোলো' ইতালির জেনোয়ার কার্লো ফেলিস থিয়েটারের মঞ্চস্থ করা হয়। এ অপেরার মাধ্যমে ইতালির দর্শকদের জন্য ৭০০ বছর আগে সিল্ক রোডে রচিত দুর্দান্ত মহাকাব্যটি প্রদর্শন করা হয়।

থ্রি-অ্যাক্ট অপেরা 'মার্কো পোলো'র ইতালিয়ান প্রেমিয়ারটি একটি সফল আয়োজন ছিল। ক্রমাগত উষ্ণ করতালি প্রমাণ করে যে, এই মূল চীনা অপেরা কর্মটি ইতালির ভূমিতে স্বীকৃতি পেয়েছে।

অপেরাপ্রেমিক মারিয়া পিয়া অন্যতম এক দর্শক।

"আমি বিশেষত এই অনুষ্ঠানের মঞ্চসজ্জা এবং আলোর ব্যবহার খুব পছন্দ করেছি। অভিনেতাদের অভিনয়ও একেবারে নিখুঁত। অপেরায় মার্কো পোলোকে একজন অ্যাডভেঞ্চারার হিসাবে চিত্রিত করা হয় এবং তেমন কোনও আবেগের উপাদানও ছিল না। তবে এখানে তার চরিত্রটি খুব সমৃদ্ধ ছিল। এটি একটি দুর্দান্ত অপেরা কর্ম।"

অভিনেতা, ব্যান্ড সংগীত ও মঞ্চ সেটের নিখুঁত সংমিশ্রণের মাধ্যমে অপেরা 'মার্কো পোলো' উপকূলের সিল্ক রোড এবং মেরিটাইম সিল্ক রোড থেকে চীনে আসার জন্য ফিনিশিয়ান ভ্রমণকারীদের কিংবদন্তির অভিজ্ঞতা গভীরভাবে ব্যাখ্যা করেছে এবং ঐতিহাসিক পটভূমিতে এটি সৃষ্টি করেছে। ইতালিয়ান কন্ডাক্টর ভেরোনসীও দিনের প্রিমিয়ার দেখতে এসেছিলেন।

তিনি বলেন,

"এই কাজে সংগীতের সৃজনশীলতা বিভিন্ন উপাদানকে অন্তর্ভুক্ত করেছে: চীনা, পশ্চিমা এবং আধুনিক শিল্প। বিশেষত, পুরো অপেরা আমাকে মুগ্ধ করেছে এবং শিল্পীদের অভিনয়ও খুব ভালো ছিল। এমনকি একাধিক উপাদান এবং বাদ্যযন্ত্রের সংমিশ্রণের মাধ্যমে শেষ পর্যন্ত অপেরাটি মনোমুগ্ধকর হয়ে ওঠে।"

নির্মাতা হিসাবে, চীন-বিদেশি সংস্কৃতি গ্রুপ কোং লিমিটেডের চেয়ারম্যান লি জিনশেং 'মার্কো পোলো'র বিদেশের প্রিমিয়ারের সাফল্যে অবাক হন নি। বিদেশি সংস্কৃতি গ্রুপের বিনিয়োগ এবং কুয়াংচৌ গ্র্যান্ড থিয়েটারে তৈরি এই অপেরা প্রকল্পটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চীন ও পশ্চিমা পক্ষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যম হয়ে উঠেছে। যাই হোক, যদিও মার্কো পোলো ইউরোপের একটি দেশের মানুষ, তাহলে কীভাবে তার চাইনিজ গল্পটি অপেরা শিল্পের আকারে বলা যায় তা এখনও একটি নতুন গবেষণা ও চ্যালেঞ্জ। লি জিনশেং বিশ্বাস করেন যে, পূর্ব ও পশ্চিমা সংস্কৃতিগুলিকে একীভূত করে একটি শিল্প তৈরি করা যাবে। লি জিনশেং বলেন,

"আমাদের নাট্যকার ওয়েই জিন, একজন চীনা কবি। এই রচনাটিতে মূলত একজন জার্মান সুরকার আছেন। প্রেমিয়ার পরিচালক ইউকে থেকে এসেছেন, এবং বেইজিং ও কুয়াংচৌতে প্রধান অভিনেতা একজন ড্যানিশ গায়ক। তিন মাস আগে ছুয়াংচৌতে, আমরা আবার স্ক্রিপ্টটি তৈরি করি। ইতালি প্রাচীন সিল্ক রোডের একটি প্রান্ত এবং মার্কো পোলোর জন্মস্থান। সুতরাং, এই অভিনয়ের জন্য ইতালিয়ান এক শিল্পীকে বেছে নেওয়া হয়।"

একটি আন্তর্জাতিক সৃজনশীল দল এবং শৈল্পিক ভাষা ব্যবহার করা সত্ত্বেও, 'মার্কো পোলো' আসলে একটি চীনা অপেরা। নাটকের সব শিল্পীরা তাদের জাতীয় ভাষা, বিশেষ করে চীনা ভাষায় গান গেয়েছেন। এ লক্ষ্যে, মার্কো পোলো অভিনেতা, ইতালিয়ান টেনার জিউসেপ তালামো বেইজিংয়ে ৫০দিনেরও বেশি চীনা ভাষার প্রশিক্ষণ নেন। তিনি বলেন যে, এই পারফরম্যান্সের মাধ্যমে সহযোগিতা ও মতবিনিময় ঘটে তা দু'দেশের শিল্পীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করেছে এবং তিনি আশা করেন যে, আরও বেশি ইতালিয়ান শিল্পী চীনে পারফর্ম করবেন; ঠিক যেমন মার্কো পোলো নতুন যুগের সাংস্কৃতিক বার্তাবাহক হয়ে উঠেছে। তিনি বলেন,

"মার্কো পোলো তখন অবশ্যই চীনা ভাষায় কথা বলতে পারতেন এবং আমি এখন কেবল উচ্চারণটি শিখেছি। আসলে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভাষা নয়, কাজটিতে তার চরিত্র কীভাবে ব্যাখ্যা করা যায়, সেটি। সৌভাগ্যক্রমে, আমি আমার চীনা অংশীদারদের সঙ্গে একটি আনন্দদায়ক সহযোগিতা উপভোগ করেছি। তাদের দুর্দান্ত শৈল্পিক মান রয়েছে এবং তারা আমার সম্পর্কে খুব উত্সাহী। পুরো প্রকল্পটি খুব সুচারু।"

দুর্দান্ত পারফরম্যান্স এবং দর্শকদের করতালি কার্লো ফেলিস থিয়েটারের শৈল্পিক পরিচালক জিউসেপ আকুয়াভিভাকে সন্তুষ্ট করেছিল। থিয়েটারের শিল্প পরিচালক হিসাবে, তিনি ২০১৮ সালের শেষে অপেরা 'মার্কো পোলো' দেখেন এবং এটি আবার ইতালি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাকোয়াভিভা বলেন যে, সেই রাতের পারফরম্যান্স প্রথমবারের মতো ২০০ বছরের ইতিহাসের কার্লো ফেলিসের থিয়েটারে চীনা ভাষায় এবং থিয়েটার ব্যান্ড পরিবেশন করে। এই সাফল্য ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে আরও সহযোগিতা বাড়াবে। অ্যাকোয়াভিভা বলেন,

"এটি একটি অত্যন্ত অর্থবহ প্রচেষ্টা এবং আমি আশা করি চীনের সঙ্গে আমাদের সহযোগিতার সূচনা হবে। ভবিষ্যতে দু'পক্ষ আরও উচ্চমানের পরিবেশনা এবং শিল্প অনুষ্ঠানের জন্য একত্রে কাজ করবে।"

১লা অক্টোবর, জেনোয়ায় অপেরা 'মার্কো পোলো' মঞ্চস্থ হয় এবং ইতালি ছিল এই ভ্রমণের প্রথম স্থান। জানা গেছে, ২০১৬ সাল থেকে চীন-বিদেশি সংস্কৃতি গোষ্ঠী সিল্ক রোড আন্তর্জাতিক থিয়েটার জোট চালু করে। বর্তমানে ৩৭টি দেশ ও অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক সংস্থাসহ ১০৭টি সদস্য ইউনিট রয়েছে। চেয়ারম্যান লি জিনশেং বলেন, এই জোটটি একটি সংস্কৃতিবাহী বাহক হয়ে উঠবে, যা "এক অঞ্চল, এক পথ" বরাবর দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াবে। লি বলেন,

"আমরা আশা করি, এর মাধ্যমে আমরা সভ্যতার বিনিময় এবং পারস্পরিক শিক্ষার চর্চা করবো এবং 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশগুলোর জনগণ এবং দেশগুলির সমন্বয় ব্যবস্থা উন্নীত করবো। বৃহত্ পর্যায়ে এটি ভালো বিদেশি সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা করবে।"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040