দ্বিতীয় চীন আন্তর্জাতিক মেলায় চীনা বাজারের আকর্ষণ প্রদর্শিত: সিআরআই সম্পাদকীয়
  2019-11-09 15:31:37  cri
নভেম্বর ৯: দ্বিতীয় চীন আন্তর্জাতিক মেলা বর্তমানে চীনের শাংহাইয়ে চলছে। খাদ্য ও কৃষি পণ্য প্রদর্শনী এলাকায় অনেক অংশগ্রহণকারী-প্রতিষ্ঠান নিজ দেশের খাদ্যশস্য প্রধান বাবুর্চির মাধ্যমে রান্না করে দর্শকদের খাওয়ার জন্য পরিবেশন করে। সরঞ্জাম প্রদর্শনী এলাকায় বিভিন্ন ধরনের রোবট নিজের দক্ষতা প্রদর্শন করে থাকে। তাদের মধ্যে কেউ কেউ টেবিল টেনিস খেলছে, কেউ কেই নৃত্য করছে। বিশ্বজুড়ে নানা প্রতিষ্ঠান আমদানি মেলার মাধ্যমে নিজের সবচেয়ে ভালো ও অত্যাধুনিক পণ্য নিয়ে চীনা বাজারে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এতে চীনা বাজারের আকর্ষণ প্রতিফলিত হয়েছে। আজ (শনিবার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।

সম্পাদকীয়তে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছিলেন যে, চীনা বাজার এতটা বড়, সবাইকে দেখতে আসার জন্য স্বাগত জানান তিনি। তিনি বলেন, বর্তমানে একতরফাবাদ ও সংরক্ষণবাদ মাথা চাড়া দিয়ে ওঠা এবং বিশ্ব অর্থনীতি হ্রাসের প্রেক্ষাপটে ১৪০ কোটি জনসংখ্যার দেশ হিসেবে চীনা বাজার বিশ্ব প্রতিষ্ঠাগুলোর জন্য একটি বড় সুযোগ।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, চীনা বাজারে ব্যাপক ভোক্তা চাহিদা রয়েছে। বর্তমানে চীন বিশ্বের ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। গত তিন প্রান্তিকে চীনের আমদানির পরিমাণ ১০ লাখ ৪৩ হাজার কোটি ইউয়ান ছাড়িয়েছে। হাইটেক ও গুণগতমানসম্পন্ন পণ্য ও পরিষেবার ক্ষেত্রেও চীনাদের চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি চীনে রয়েছে শক্তিশালী হার্ডওয়ার ব্যবস্থা। গত এক যুগের উন্নয়নের ফলে চীনে সুসংবদ্ধ অবকাঠামো ও লজিস্টিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040