সুরের ধারায় ০৮ নভেম্বর, ২০১৯
  2019-11-10 18:38:00  cri


শ্রোতাবন্ধুরা, গত অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানেও শুনবেন ভারত ও বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার কিছু গান। আমরা বলছিলাম তার জীবনের গল্প। ভূপেন হাজারিকা ছিলেন সমাজতন্ত্রের প্রতি বিশ্বস্ত একজন শিল্পী। তবে জীবনের শেষ ভাগে ডানপন্থী বিজেপির প্রতি সমর্থন দেন। ২০০৪ সালে গুয়াহাটি থেকে মনোয়ন নিয়ে নির্বাচনেও দাঁড়ান তিনি। তবে, মানবতাবাদী সংগীতশিল্পী হিসেবেই তিনি সংগীতপ্রেমী মানুষের প্রিয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর তাঁর গাওয়া 'জয় জয় নবজাত বাংলাদেশ,/ জয় জয় মুক্তিবাহিনী/ ভারতীয় সৈন্যের সাথে রচিলে/ মৈত্রীর কাহিনি।' গানটি সবার হৃদয় জয় করে। বাংলাদেশ সম্বন্ধে ভূপেন হাজারিকা বলেছিলেন, তিনি ঢাকায় দেখেছেন বঙ্গসংস্কৃতির স্ফূরণ। তিনি বাংলাদেশেই বঙ্গ সংস্কৃতির গভীরতা দেখেছেন। বন্ধুরা, চলুন তাঁর আরও কিছু গান শুনি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040