ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2019-11-09 18:57:03  cri
বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় 'বুলবুল' মোকাবেলায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায়ও প্রস্তুত সরকার। প্রস্তুত রয়েছে কোস্টগার্ড ও ৫৬ হাজার স্বেচ্ছাসেবি। লোকজনকে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে। শনিবার সন্ধ্যা নাগাদ খুলনা উপকূলে আঘাত হানার কথা ঘূর্ণিঝড়টির। ঘূর্ণিঝড়ের প্রভাবে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং তদসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে রয়েছে ৯ নম্বর সতর্ক সংকেত।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040