সহিংসতার কারণে হংকংয়ের সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে দেবে না চীন সরকার: সিন হুয়া'র সম্পাদকীয়
  2019-11-09 19:58:30  cri
নভেম্বর ৯: সহিংসতায় হংকংয়ের সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে দেবে না চীন সরকার। আজ (শনিবার) চীনের বার্তা সংস্থা সিন হুয়া'র এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়েছে, চরমপন্থীরা হংকংয়ের আইন প্রণয়ন কমিশনের সদস্য হ্য জুন রাওয়ের ওপর আক্রমণ চালিয়েছে। তাদের মূল লক্ষ্য এ অঞ্চলের সংসদ নির্বাচনের ওপর প্রভাব বিস্তার করা এবং হংকংবাসীদের কল্যাণ নষ্ট করা।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, হ্য জুন রাও দেশ ও হংকং ভালোবাসেন এবং সহিংসতার বিরোধিতা করেন। ব্যাপক হংকংবাসী তাকে সমর্থন করেন। চরমপন্থীরা তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে, যাতে দেশ ও হংকংপ্রেমিরা নির্বাচনে অংশ নিতে না পারে এবং তাদের প্রতি হংকংবাসীরা সমর্থন দিতে ভয় পান। হংকংবাসীদের উচিত চরমপন্থীদের সহিংসতার তীব্র নিন্দা জানানো এবং সমতাসম্পন্ন ও নিরাপদ পরিবেশ রক্ষা করা, যাতে চরমপন্থীদের হংকং বিশৃঙ্খল করার ষড়যন্ত্র সফল না হয়। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040