বাংলাদেশে ঘূর্ণিঝড় বুলবুলে নিহত ৪, ব্যাপক ক্ষয়ক্ষতি
  2019-11-10 19:12:04  cri
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে দেশের উপকূলীয় কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার ভোরে সুন্দরবন উপকূলে আঘাত হানা এ ঝড়ে অন্তত ৪ জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে অর্ধশত।

বুলবুলের তাণ্ডবে খুলনা, পটুয়াখালী, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা ও ভোলাসহ উপকূলীয় বেশ কিছু জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সব জায়গায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। খুলনা ও পটুয়াখালীতে গাছ ও ঘরচাপায় মারা গেছেন ৪ জন। জোয়ারের পানিতে ও বাধ ভেঙ্গে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। নষ্ট হয়েছে ফসল, ভেসে গেছে মাছের ঘের।

তবে, ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে বিপদ কেটে যাওয়ায় ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন মানুষজন। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, শিগগির তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040