ব্রাজিলে পর্তুগিজ ভাষায় 'সি চিন পিংয়ের পছন্দের চীনা প্রবাদ' ও 'আমরা বড় রাস্তায় চলছি' চলচ্চিত্র প্রচারিত হচ্ছে
  2019-11-12 10:52:01  cri

নভেম্বর ১২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রাজিলে ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর নেতাদের ১১তম বৈঠকে অংশ নেবেন। তার আগে দেশটিতে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) তৈরি দুটি পর্তুগিজ ভাষার চলচ্চিত্র 'সি চিন পিংয়ের পছন্দের চীনা প্রবাদ' ও 'আমরা বড় রাস্তায় চলছি' প্রচারিত হয়। ব্রাজিল সময় সোমবার দেশটির মিডিয়া গ্রুপের টিভি চ্যানেল ও নতুন মিডিয়া প্ল্যাটফর্মে এ দুটি অনুষ্ঠান প্রচারিত হয়।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়ং বলেন, চলতি বছর চীন ও ব্রাজিলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী। দু'দেশের নেতাদের নেতৃত্বে, চীন-ব্রাজিল সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক গভীরতর হচ্ছে, যা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার দৃষ্টান্তে পরিণত হয়েছে। পর্তুগিজ ভাষায় দুটি ফিচার ফিল্ম ব্রাজিলের মানুষের জন্য চীনকে জানার একটি জানালা খুলে দিয়েছে। এ থেকে প্রেসিডেন্ট সি'র নতুন যুগে চীনের পরিবর্তন ও উন্নয়ন জানা যাবে ও দু'দেশের সাংস্কৃতিক যোগাযোগও বাড়াবে।

সংশ্লিষ্ট অনুষ্ঠানে সাও পাওলোতে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ছেন ফেই চিয়ে, সাও পাওলো গভর্নর ও ব্রাজিল জাতীয় কংগ্রেসের ব্রাজিল-চীন সংসদীয় ফ্রন্টের প্রেসিডেন্ট ফাউস্তো পিনাতো এবং দেশটির মিডিয়া গ্রুপের চেয়ারম্যান হোসে কার্লোস সাদ উপস্থিত ছিলেন।

(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040