হংকং মেট্রো স্টেশনে গ্যাস বোমা নিক্ষেপকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে এমটিআর কোম্পানি
  2019-11-12 14:14:22  cri
নভেম্বর ১২: গতকাল (সোমবার) হংকংয়ের বিভিন্ন মেট্রো স্টেশনে গ্যাস বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করায় দাঙ্গাকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে হংকংয়ের এমটিআর কোম্পানি। তাদের কার্যক্রম যাত্রী ও এমটিআর কর্মীদের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে। এ ঘটনার পর এমটিআর ৩২টি স্টেশন অস্থায়ীভাবে বন্ধ করে দেয়। সহিংসতাকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও সমালোচনা করেছে এমটিআর।

জানা গেছে, এদিন ভোর থেকে হিংসাত্মককারীরা মেট্রোর স্বাভাবিক চলাফেরায় বাধা দেয়। বিভিন্ন মেট্রো লাইনের আশেপাশে ও সিঁড়িতে সাইকেল ফেলে রাখে ও বিভিন্ন জিনিস দিয়ে বাধা সৃষ্টি করে। তারা হেং-অন স্টেশনে অগ্নিসংযোগ করে এবং মেট্রোর বগিতে দু'টি গ্যাস বোমা নিক্ষেপ করে। স্টেশন কর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।

(সুবর্ণা/তৌহিদ/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040