পিরায়েউস নৌবন্দর পরিদর্শন করেছেন চীন ও গ্রিসের নেতৃবৃন্দ
  2019-11-12 14:17:10  cri
নভেম্বর ১২: গতকাল (সোমবার) বিকেলে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে পিরায়েউস নৌবন্দর প্রকল্প পরিদর্শন করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। নৌবন্দরটি নির্মাণ প্রকল্পে সহায়তা দিচ্ছে চীন।

এ সময় বন্দর পরিচালনা ও উন্নয়ন পরিকল্পনা শোনেন দুই নেতা; তাঁরা নৌবন্দরের বিভিন্ন কার্যক্রম ও শৃঙ্খলা-ব্যবস্থা ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় স্থানীয় কর্মীদের সঙ্গে আন্তরিকভাবে কথাবার্তা বলেন প্রেসিডেন্ট সি। গ্রিসের ঋণ সংকটের প্রেক্ষাপটে বন্দরে কর্মসংস্থানের সুযোগ পেয়ে চীনের প্রতি কৃতজ্ঞতা জানায় কর্মীরা। পিরায়েউস বন্দর 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের গুরুত্বপূর্ণ সাফল্য; এ বন্দরের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আশাবাদী তারা।

সি বলেন, পিরায়েউস বন্দর স্বচখে দেখে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের বাস্তব অনুশীলন ও চমত্কার কার্যক্রম অনুভব করেছি। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ শুধু একটি দেশের দায়িত্ব নয়, বরং সবার যৌথ প্রয়াসে অর্জিত সাফল্য। তিনি আরও বলেন, এ বন্দর দু'পক্ষের উইন-উইন দৃষ্টান্ত। এ বন্দরের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন সি।

মিটসোটাকিস বলেন, ঋণ সংকটে পড়া গ্রিসে ব্যাপক সহায়তা দিয়েছে চীন। পিরায়েউস বন্দর নির্মাণ গ্রিসের অর্থনীতির পুনরুদ্ধার ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হয়েছে; এতে 'বন্ধুত্বের' তাত্পর্য অনুভব করেছে তাঁর দেশ।

(সুবর্ণা/তৌহিদ/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040