গ্রিসের বেনাকি জাদুঘর পরিদর্শন করেছেন চীনের ফার্স্ট লেডি
  2019-11-12 15:23:11  cri

নভেম্বর ১২: গ্রিস সময় গতকাল (সোমবার) সকালে চীনের ফার্স্ট লেডি মাদাম ফেং লি ইউয়ান গ্রিসের প্রেসিডেন্টের স্ত্রী ভালাসিয়া পাভলোপুলোর সঙ্গে দেশটির বেনাকি জাদুঘর পরিদর্শন করেছেন।

জাদুঘরটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়। গ্রিসের পুরাকীর্তি সংরক্ষণের পাশাপাশি চীনা কারুশিল্পও সেখানে সংগ্রহ করা হয়েছে।

ফেং লি ইউয়ান জাদুঘরের ইতিহাস ও পুরাকীর্তি সম্পর্কে বিভিন্ন তথ্য শোনেন। তিনি বলেন, এসব পুরাকীর্তি চীন ও গ্রিসের সভ্যতা, সংস্কৃতি, বাণিজ্য ও জাহাজ পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ প্রতিফলিত করেছে; এটি চীনের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের সঙ্গেও সঙ্গতিপূর্ণ। তিনি আশা করেন, দু'দেশ জাদুঘর খাতে সহযোগিতা জোরদার করবে, সাংস্কৃতিক বিনিময় ও সভ্যতা-সংলাপের ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালন করবে।

(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040