'১১ নভেম্বর ক্রয় দিবস' শুধু চীনের বিস্ময়-ই নয়, বিশ্বের সুযোগও বটে: সিআরআই সম্পাদকীয়
  2019-11-12 15:29:03  cri
নভেম্বর ১২: গতকাল (সোমবার) সদ্যসমাপ্ত '১১ নভেম্বর ক্রয় দিবসে' চীনের ই-বাণিজ্য প্ল্যাটফর্মে কেনাকাটার পরিমাণ আবার নতুন রেকর্ড সৃষ্টি করে। মাত্র টিমোল এবং চিংতোং এ দুটি ই-বাণিজ্য প্ল্যাটফর্মে ২৪ ঘন্টার মধ্যে লেনদেনের মোট পরিমাণ ৬৭.৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। চীনের বাজারের ভোগের বিশাল শক্তি প্রমাণিত হয় এ থেকে। আজ (মঙ্গলবার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র প্রকাশিত সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।

সম্পাদকীয়তে আরো বলা হয়, বর্তমানে চীনের ১৪০ কোটি লোকের জীবনমান অব্যাহতভাবে উন্নত হচ্ছে। বিশ্বের বৃহত্তম আকারের মধ্যবিত্ত আয়ের দল গড়ে তোলা হয়। তাদের শক্তিশালী ভোগ চীনা অর্থনীতির প্রবৃদ্ধির প্রথম চালিকাশক্তি হয়ে ওঠে। ভোগের উন্নয়নের সঙ্গে উপযোগী করতে সংশ্লিষ্ট শিল্প ও ক্ষেত্রের সরবরাহ ব্যবস্থার কাঠামোগত সংস্কারের মাত্রাও বেড়ে যাচ্ছে। বিগ ডেটা, লজিস্টিক এবং মোবাইল পেমেন্টসহ সংশ্লিষ্ট বিজ্ঞান, প্রযুক্তি, সেবা ও ব্যবস্থাপনার উপায় পরিবর্তিত হচ্ছে। শিল্পপ্রতিষ্ঠানগুলো এবং ব্যবসায়িরা বড় শহরের ভোগের শহর উন্নয়নের সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট শহর ও ব্যাপক গ্রামাঞ্চলের ভোগের বাজার সম্প্রসারণও করছে। ফলে উচ্চ গুণগতমান উন্নয়নগামী চীনের বাজারে অব্যাহতভাবে নতুন প্রাণবন্ত শক্তি দেখা দিচ্ছে। তা ছাড়া, চীন অব্যাহতভাবে উন্মুক্ততা সম্প্রসারণ করবে, ব্যবসার পরিবেশ সুবিন্যস্ত করবে এবং বিশ্বের সঙ্গে উন্নয়নের সুযোগ উপভোগ করবে। বলা যায়, '১১ নভেম্বর ক্রয় দিবস' শুধুমাত্র চীনের বিস্ময়-ই নয়, বরং অনেক বিদেশি শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ির জন্য সুযোগও হয়ে ওঠে। দ্বিতীয় চীনা আন্তর্জাতিক আমদানি মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ১১৩টি নতুন ব্র্যান্ড টিমোলের প্ল্যাটফর্মে দোকান খোলার মাধ্যমে চীনের বাজারে প্রবেশ করে।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040