হংকংয়ের সশস্ত্র আচরণ নিন্দাযোগ্য: হংকংয়ের প্রশাসক
  2019-11-12 15:32:14  cri
নভেম্বর ১২: চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক ক্যারি ল্যাম গতকাল (সোমবার) জানান যে, একইদিন হংকংয়ের সশস্ত্র আচরণ নিন্দাযোগ্য। সশস্ত্রের মধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব নয় এবং সারা সমাজের সশস্ত্র আচরণের তীব্র নিন্দা করা উচিত্ বলে তিনি পুনরায় জোর দিয়ে বলেন।

একইদিন অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সোমবার হংকংয়ের বেশ কয়েকটি জায়গায় হামলার ঘটনা ঘটে। দাঙ্গাকারীরা আবার পথে বাধা সৃষ্টি করে, আগুন জ্বালায় এবং পেট্রোল বোমা ছুঁড়ে। তারা ইচ্ছাকৃতভাবে হংকং সমাজ নষ্ট করে। এতে ব্যাপক হংকংবাসীদের জীবন গুরুতরভাবে আক্রান্ত হয়।

তিনি বলেন, একইদিনের সশস্ত্র হামলায় ৬০ জনেরও বেশি লোক আহত হন এবং তাদের মধ্যে দু'জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে হংকংয়ের প্রথম কর্তব্য হলো সশস্ত্র কার্যক্রম বন্ধ করে শান্তি পুনরুদ্ধার করা। তিনি হংকংবাসীদের সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040