বাংলাদেশে দু'টি ট্রেনের সংঘর্ষে ১৬জন নিহত
  2019-11-12 19:33:38  cri

নভেম্বর ১২: আজ (মঙ্গলবার) ভোরে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় রেল দুর্ঘটনায় ১৬জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। দুর্ঘটনার পর বাংলাদেশের রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ঘটনাস্থলে যান। স্থানী প্রশাসন বিভাগ ও রেল বিভাগ যথাক্রমে তদন্ত কমিটি গঠন করে তদন্তের কাজ শুরু করেছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন তুর্ণা নিশিতা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবার সোয়া এক লাখ টাকা করে পাবে। এর মধ্যে এক লাখ টাকা দেবে বাংলাদেশ রেলওয়ে। আর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন দেবে ২৫ হাজার টাকা। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040