ষষ্ঠ চীন-দক্ষিণ এশিয়া মৈত্রী সমিতির ফোরাম নেপালে অনুষ্ঠিত
  2019-11-13 19:04:07  cri
নভেম্বর ১৩: ষষ্ঠ চীন-দক্ষিণ এশিয়া মৈত্রী সমিতির ফোরাম গতকাল (মঙ্গলবার) নেপালের রাজধানী কাঠমান্ডুতে উদ্বোধন হয়। চীন ও দক্ষিণ এশিয়া থেকে ২০টিরও বেশি মৈত্রী সমিতির শতাধিক প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। নেপালি ভাইস প্রেসিডেন্ট নন্দ বাহাদুর পুন এতে উপস্থিত ছিলেন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, চীন ও দক্ষিণ এশিয়ার জনসংখ্যা বিশ্বের সবচেয়ে বেশি। চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগে এ অঞ্চলের উন্নয়নের প্রবণতা শক্তিশালী হয়েছে। চীনের বিনিয়োগ ও প্রযুক্তি পুরো দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ।

আফগানিস্তান ছাড়া, দক্ষিণ এশিয়ার নেপাল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, ভুটান ও মালদ্বীপ মৈত্রী সমিতির এ ফোরামে অংশ নিচ্ছে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040