অপরাধ ও হিংসাত্মক তত্পরতার বিরুদ্ধে চীনের হংকং স্থানীয় সরকারের নিন্দা প্রকাশ
  2019-11-14 14:20:06  cri
নভেম্বর ১৪: আজ (বৃহস্পতিবার) ভোরে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মুখপাত্র জানিয়েছেন যে, হংকংয়ের বিভিন্ন এলাকায় টানা তিন দিনের অবৈধ বিক্ষোভ তত্পরতা গুরুতরভাবে স্থানীয় শহরবাসীদের স্বাভাবিক জীবনযাপনে বাধা দিয়েছে, সহিংসতাকারীদের অগ্নিসংযোগ, গ্যাস বোমা নিক্ষেপ আর বেসামরিক নাগরিকদের উপর আঘাত হানা আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানায় স্থানীয় সরকার।

মুখপাত্র আরো বলেন, বিক্ষোভকারী ও সহিংসতাকারীরা গুরুতরভাবে যাতায়াত এবং জরুরি ত্রাণকার্যক্রমেও বাধা দিয়েছে। তাদের আচরণ অতি বিপজ্জনক, শহরবাসী ও পুলিশ কর্মীদের নিরাপত্তার জন্যও বড় হুমকি।

উল্লেখ্য, গতকাল (বুধবার) হংকংয়ের এফইএইচডি'র (খাদ্য এবং পরিবেশগত স্বাস্থ্য বিভাগ) একজন প্রবীণ কর্মী বিশ্রামের সময় সহিংসতাকারীদের হামলায় মাথায় আঘাত পান এবং প্রাণ হারানোর ঝুঁকিতে পড়েন। পুলিশ কর্মীরা তদন্ত চালিয়ে হামলাকারীকে গ্রেফতার করবে বলে ঘোষণা দিয়েছেন মুখপাত্র। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040