ব্রাসিলিয়ায় চীন ও রুশ প্রেসিডেন্টের সাক্ষাত্
  2019-11-14 15:36:42  cri
নভেম্বর ১৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বুধবার) ব্রাসিলিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতের সময় সি চিন পিং বলেন, চলতি বছর চীন-রাশিয়া সম্পর্ক অতীত অব্যাহত রেখে ভবিষ্যত সৃষ্টি করার গুরুত্বপূর্ণ বছরে দাঁড়িয়েছে। দু'পক্ষ জাকজমকপূর্ণভাবে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী পালন করেছে এবং ধারাবাহিক উত্সবমুখর অনুষ্ঠান আয়োজন করেছে। চীন ও রাশিয়ার স্থানীয় সহযোগিতা ও বিনিময় বর্ষ সাফল্যের সঙ্গে শেষ হতে যাছে। প্রেসিডেন্টদ্বয় চীন ও রাশিয়ার নতুন যুগের সার্বিক কৌশলগত সমন্বিত অংশীদারিত্বের সম্পর্ক উন্নীত করার যে ঘোষণ দেন, তা দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিহাসের পর্যায়ে উন্নীত করে।

সি চিন পিং আরও বলেন, নতুন যুগে নতুন ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। দু'দেশের উচিত যৌথ প্রচেষ্টায় আন্তর্জাতিক পরিস্থিতির উন্নয়ন ও নিজ নিজ দেশের উন্নয়নের তাল মিলিয়ে এবং দ্বিপাক্ষিক সহযোগিতার চাহিদা অনুযায়ী নতুন পর্যায়ে চীন-রাশিয়া সম্পর্কের স্বাস্থ্যকর উন্নয়নের প্রবণতা বজায় রাখার পাশাপাশি দু'দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনা এবং এমনকি এ অঞ্চল ও বিশ্বে কল্যাণ পৌঁছে দেওয়া।

সি চিন পিং আরও বলেন, এবারের ব্রিক্সভুক্ত দেশগুলোর নেতাদের বৈঠক আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনশীল পরিবেশে ও বিশ্ব প্রশাসনের সংস্কারের সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়। চীন ও রাশিয়ার উচিত বিভিন্ন পক্ষকে ঐক্য ও সহযোগিতা জোরদার করতে ত্বরান্বিত করা এবং ব্রিক্সভুক্ত দেশগুলোর বহুপক্ষবাদ, বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা সংরক্ষণে প্রতিজ্ঞার সংকেত দেখানো।

জবাবে ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া-চীন সম্পর্ক খুব সুসংবদ্ধ, যাকে প্রভাবিত করতে পারবে না বহি:শক্তি। রাশিয়া ও চীন বিশ্ব কৌশলগত নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সম্মত। এ প্রেক্ষাপটে দু'দেশের উচিত অব্যাহতভাবে কৌশলগত যোগাযোগ বজায় রাখা এবং পরস্পরকে সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সমর্থন দিয়ে যাওয়া। (রুবি/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040