পশ্চিমা গণমাধ্যমের সম্প্রচারে হংকংয়ের বাস্তব ঘটনা নেই: সিএমজি'র মহাপরিচালক
  2019-11-14 16:27:05  cri

নভেম্বর ১৪: ব্রাজিলের সর্বাধিক প্রচলিত পত্রিকা-ফোলহা দে সাও পাওলো পত্রিকায় গতকাল (বুধবার) চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র মহাপরিচালক শেন হাই সিয়োংয়ের একান্ত সাক্ষাত্কার প্রকাশিত হয়।

'গণমাধ্যমের সম্প্রচারে হংকংয়ের বাস্তব ঘটনা নেই-পশ্চিমা গণমাধ্যম বাস্তবতা সম্প্রচার করে নি বলে মন্তব্য সিএমজি'র মহাপরিচালকের' শিরোনামে এ সাক্ষাত্কার প্রকাশিত হয়।

এতে বলা হয় যে, সিএমজি বিশ্বের বৃহত্তম মিডিয়া গ্রুপ। এর মহাপরিচালক শেন হাই সিয়োং গত ১১ নভেম্বর সাও পাওলোয় বলেন, বর্তমানে হংকংয়ের সহিংসতাকারীদের আচরণ বিক্ষোভ-মিছিল নয়, সন্ত্রাসী তত্পরতা হিসেবে গণ্য করা উচিত।

পশ্চিমা গণমাধ্যমের সম্প্রচারের সমালোচনা জানিয়ে শেন বলেন, তাদের সম্প্রচারে চীনের বাস্তবতা তুরে ধরা হয় নি। 'পশ্চিমা দেশগুলোর গণমাধ্যম, বিশেষ করে মার্কিন গণমাধ্যম কেবল কিছু অংশ সম্প্রচার করে, তা বাস্তবতা থেকে অনেক দূর। তিনি আরও বলেন, তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কিছু মার্কিন গণমাধ্যমের সম্প্রচার বিশ্বাস করেন না।

শেন হাই সিয়োং বহু বছর ধরে সাংবাদিকতার কাজ করছেন। তিনি বলেন, উত্তর আমেরিকায় কিছু গণমাধ্যম অত পেশাগত নয়। কারণ সাংবাদিকতায় সর্বপ্রথম বাস্তবতাকে সম্মান করা উচিত।

সাও পাওলোয় থাকার সময় শেন সিএমজি'র পক্ষ থেকে গ্রুপো বানদেইরান্টেস দে কমুনিকাকাও'র সঙ্গে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তিতে বিষয়বস্তু ভাগাভাগি ও একটি অনুষ্ঠানের যৌথ প্রযোজনাসহ নানা বিষয় অন্তর্ভুক্ত হয়।

সিএমজি'র ইংরেজি ভাষার আন্তর্জাতিক খবর চ্যানেল-সিজিটিএন ব্রাজিলে শাখা স্থাপন করবে কি না?-একজন সাংবাদিকের এ প্রশ্নের উত্তরে শেন বলেন, এটি ভালো প্রস্তাব এবং বাস্তবায়নশীল। (রুবি/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040