গত ১০ মাসে চীনের অর্থনীতি স্থিতিশীল
  2019-11-14 18:16:18  cri
নভেম্বর ১৪: আজ (বৃহস্পতিবার) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম ১০ মাসে চীনের অর্থনীতির চলাচল স্থিতিশীল, কাঠামোগত সংস্কারও ধাপে ধাপে চালু হয়। এর মধ্যে নতুন কর্মসংস্থানের সুযোগ পরিকল্পনার আগে সম্পন্ন হয়েছে।

এ সম্পর্কে জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র লিউ আই হুয়া বলেন, গত ১০ মাসে চীনের পরিষেবা শিল্পের স্থিতিশীল প্রবৃদ্ধি হয়েছে, নতুন পণ্যদ্রব্য ও শিল্প দ্রুত উন্নত হয়েছে, পণ্যদ্রব্যের অনলাইন বিক্রি ও পরিষেবা ব্যাপক জনপ্রিয়, পুঁজি বিনিয়োগ ও হাই-টেক প্রযুক্তি দ্রুত বৃদ্ধি পেয়েছে।

চলমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে মুখপাত্র লিউ বলেন, সামষ্টিক অর্থনীতির দিক থেকে দেখলে বৃদ্ধি, কর্মসংস্থান, দ্রব্যমূল্য আর আন্তর্জাতিক ক্রয় ও আয় মোটামুটি স্থিতিশীল। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের শহর ও জেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ ১ কোটি ১৯ লাখ ৩০ হাজার, যা সারা বছরে ১.১ কোটি কর্মসংস্থানের সুযোগের পরিকল্পনা সম্পন্ন হয়েছে। চীনে ভোক্তার সুপ্তশক্তি অব্যাহতভাবে বেড়েছে, অর্থনীতির প্রাণশক্তি ও নীতিমালার সুবিধা ধাপে ধাপে প্রতিফলিত হয়েছে। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040