আস্থা ও অভিযানের মাধ্যমে ব্রিক্স সহযোগিতা আরও জোরদার করা হবে: সিআরআই সম্পাদকীয়
  2019-11-14 18:26:42  cri
নভেম্বর ১৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং স্থানীয় সময় গতকাল (বুধবার) ব্রাসিলিয়ায় ব্রিক্স দেশগুলোর শিল্প ও বাণিজ্য ফোরামের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠান আস্থাবান হলে বাজারের প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। ব্রিক্সভুক্ত দেশগুলোর নতুন শৈল্পিক বিপ্লবে অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন করা পরবর্তী সে সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে সি বলেন, চীন উন্মুক্তকরণ বাড়ানোর প্রতিজ্ঞা পরিবর্তন করে নি, চীনের অর্থনীতি দীর্ঘকাল ধরে ভালোর দিকে এগিয়ে যাওয়া পরিবর্তিত হয় নি। শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য আরও ভালো শর্ত সৃষ্টি করবে চীন। আজ (বৃহস্পতিবার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র এক সম্পাদকীয়তে এ সব মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, বর্তমানে অর্থনৈতিক বিশ্বায়ন সংরক্ষণবাদ ও আধিপাত্যবাদ থেকে আঘাত পায়। এ প্রেক্ষাপটে ব্রিক্সভুক্ত পাঁচটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুমাত্রায় হ্রাস পেয়েছে। প্রেসিডেন্ট সি যেটা বলেছেন, সেটাই বিভিন্ন দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ ব্যাহত হওয়ার সমস্যা বের করে সমাধান করার উপায়।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, অর্থনৈতিক বিশ্বায়নের প্রক্রিয়া ব্যাহত হলেও এ প্রবণতা থামিয়ে দেয়া যায় না। ব্রিক্সভুক্ত দেশগুলোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ৪২ শতাংশ, অর্থনীতির পরিমাণ বিশ্বের ২৩ শতাংশ ছাড়িয়েছে এবং বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ৫০ শতাংশ অবদান রেখেছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভাষণে ব্রিক্সভুক্ত দেশগুলোর শিল্প ও বাণিজ্য মহলকে অর্থনৈতিক সহযোগিতায় সক্রিয় অংশগ্রহণ করতে উত্সাহিত করেন, যা বিনিয়োগ, প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য অনুকূল হবে। (রুবি/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040